ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৫১ ইন্টারন্যাল ক্রেডিট রিস্ক রেটিং সংক্রান্ত

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Internal Credit Risk Rating সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৫১তম পর্বে।
১৷ প্রশ্ন: বলেন তো ICRR কি?
উ: ICRR হলো: Internal Credit Risk Rating
২৷ প্রশ্ন: Internal Credit Risk Rating কি কাজে লাগে?
উ: Investment Client এর Risk পরিমাপ করে Status জানা জন্য ICRR প্রয়োজন, এটা IRG বা CRG এর পরিবর্তে ব্যবহৃত হবে।
৩৷ প্রশ্ন: আচ্ছা, ICRR System এ IRG এর মত ৮টা Grade থাকবে?
উ: না, ICRR System এ ৪টা Grade থাকবে৷
৪৷ প্রশ্ন: বুঝলাম তবে ICRR System এ Grade গুলি কি কি?
উ: Grade চারটি হলো-
১. Excellent
২. Good
৩. Marginal
৪. Unacceptable
৫৷ প্রশ্ন: এ ক্ষেত্রে Score গুলি কত?
উ: এ ক্ষেত্রে Score গুলি হলো-
১. ৮০ থেকে ১০০ পর্যন্ত Excellent;
২. ৭০ থেকে ৭৯ পর্যন্ত Good; এবং
৩. ৬০ থেকে ৬৯ পর্যন্ত Marginal;
৪. আর ৬০ নিচে হলে Unacceptable.
৬৷ প্রশ্ন: Marginal Grade এর Client কে Investment দেওয়া যাবে?
উ: হ্যা যাবে, তবে এ Client এ জন্য বিশেষ তদারকি রাখতে হবে৷
৭৷ প্রশ্ন: Unacceptable হলে কি Client কে Investment দেওয়া যাবে?
উ: দেওয়া যাবে, যদি ১০০% ক্যাশ সিকিউরিটি থাকে, অথবা ১০০% সরকারী প্রতিষ্ঠান হলে Investment করা যাবে৷
৮৷ প্রশ্ন: ICRR System এর নম্বর বন্টনটা কিভাবে হবে?
উ: এ System এ Component গুলিকে দুভাগে ভাগ করে নাম্বার বন্টন হবে৷
১. Quantitative Indicators এর জন্য ৬০ নম্বর থাকবে;
২. Qualitative Indicators এর জন্য ৪০ নম্বর থাকবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
৯৷ প্রশ্ন: Quantitative Indicators এর মধ্যে কি কি Components থাকবে?
উ: এ ক্ষেত্রে Components গুলি হলো-
১. Leverage =10
২. Liquidity =10
৩. Profitability =10
৪. Coverage =15
৫. Operational Efficiency =10
৬. Earning Quality =05
১০৷ প্রশ্ন: Qualitative Indicators গুলি কি কি?
উ: Qualitative Indicators =40 হলো-
১. Performance Behaviour =10
২. Business Risk =7
৩. Management Risk =7
৪. Security Risk =11
৫. Relationship Risk =3
৬. Compliance Risk =2
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত ও সংশোধিত)