ব্যক্তির সংজ্ঞা স্পষ্ট করে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার
আয়কর আইনে ‘পারসন’ বা ব্যক্তি বলতে শুধু স্বাভাবিক ব্যক্তি নয়, এর পাশাপাশি ফার্ম, ব্যক্তি সংঘ বা সমিতি, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট, প্রভিডেন্ড ফান্ড বা এমন কোনো তহবিল, স্থানীয় কর্তৃপক্ষ, কোনো সত্তা এবং কৃত্রিম ব্যক্তি সত্তাকেও বোঝাবে।
সোমবার (১৪ নভেম্বর, ২০২২) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (বিআরপিডি সার্কুলার লেটার নং-৪৫) জারি করে বাংলাদেশে কার্যরত ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আমানতের ওপর সুদ বা মুনাফা বণ্টনের ক্ষেত্রে উৎসে কর কর্তন নিয়ে ব্যাংকগুলোর বিভ্রান্তি নিরসনে এটি জারি করা হয়েছে। এনবিআরের স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যক্তি সংঘ বলতে অনিবন্ধিত ক্লাব বা সমিতিকে বোঝাবে।
অবিভক্ত হিন্দু পরিবার বলতে পরিবারের সমান অংশীদারি সদস্যদের মধ্যে বয়োজেষ্ঠ্য ব্যক্তি সাধারণত কর্তা হিসেবে গণ্য হন। এ ক্ষেত্রে যতদিন ওই পরিবার অবিভক্ত থাকবে, ততদিন ওই পরিবারকে একক সত্তা বিবেচনা করা যাবে। তা ছাড়া তহবিল বলতে নিবন্ধিত বা অনিবন্ধিত প্রভিডেন্ড, গ্র্যাচুয়িটি ফান্ড ইত্যাদি বোঝাবে। স্থানীয় কর্তৃপক্ষ বলতে ইউনিয়ন, পৌরসভা, জেলা পরিষদ, বন্দরের ট্রাস্টি বোর্ড ইত্যাদি বোঝাবে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আরও দেখুন:
◾ ব্যাংকের ছুটির তালিকা ২০২৩
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, যে কোনো ধরনের আমানতের ওপর সুদ বা মুনাফা বণ্টনে কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ উৎসে কর কর্তন করার এবং কোম্পানির বাইরে অন্যদের ক্ষেত্রে ১০ শতাংশ কর কর্তনের বিধান আছে। তবে প্রভিডেন্ড বা গ্র্যাচুয়িটি বা পেনশন ফান্ডের ক্ষেত্রে এ হার ৫ শতাংশ।


