ব্যাংক জব সার্কুলার

ডাচ-বাংলা ব্যাংক কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি

ডাচ-বাংলা ব্যাংক কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি – ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (Dutch Bangla Bank PLC) একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় যৌথ-উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটিতে মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড-এর মাধ্যমে “কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ০৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: চুক্তিভিত্তিক ও অস্থায়ী৷
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৪ বছর মেয়াদি স্নাতক/ মাস্টার্স ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
✓ যে কোনো পাবলিক পরীক্ষায় দুটি (০২) প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে।
✓ শিক্ষাজীবনে ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য নয়।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স: ২৩ থেকে ৩২ বছর।
✓ পুরুষ এবং নারী উভয়ই আবেদন করতে পারবেন।
✓ অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
✓ গ্রাহকদের বোঝার জন্য ভালো আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
✓ সার্ভিস সম্পর্কিত পণ্য ও প্রক্রিয়া জ্ঞান দ্রুত অর্জন করতে সক্ষম হতে হবে।
✓ কল সেন্টার সিস্টেম দক্ষতার পাশাপাশি কম্পিউটার পরিচালনা এবং যোগাযোগের উপর ভালো জ্ঞান থাকতে হবে।
✓ কল সেন্টার ব্যবস্থাপনার প্রয়োজনীয় কাজ করতে ইচ্ছুক থাকতে হবে।
✓ সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন সহ ২৪ x ৭ রোস্টার ভিত্তিতে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- ২০,০০০ টাকা।
✓ ভবিষ্য তহবিল সুবিধা।
✓ গ্র্যাচুইটি সুবিধা।
✓ ইন্সুরেন্স সুবিধা।
✓ উৎসব বোনাস সুবিধা।
✓ এছাড়া ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী অন্যান্য সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ ছাড়াই ব্যাংক যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

হার্ড কপি
আগ্রহী প্রার্থীগণ জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিন নিম্নে উল্লেখিত ঠিকানায়
মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড, বাড়ী নং: ২০/২, (৩য় তলা), পশ্চিম পান্থপথ, উত্তর ধানমন্ডি, ঢাকা-১২০৫ (স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে)।

আবেদনের শেষ তারিখঃ
✓ ০৫ অক্টোবর, ২০২৫।

সোর্স: বিডি জবস

About Dutch-Bangla Bank PLC:

Dutch-Bangla Bank PLC (ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি) started operation is Bangladesh’s first joint venture bank. The bank was an effort by local shareholders spearheaded by M Sahabuddin Ahmed (founder chairman) and the Dutch company FMO. From the onset, the focus of the bank has been financing high-growth manufacturing industries in Bangladesh. The rationale being that the manufacturing sector exports Bangladeshi products worldwide. Thereby financing and concentrating on this sector allows Bangladesh to achieve the desired growth. Dutch Bangla Bank other focus is Corporate Social Responsibility (CSR). Even though CSR is now a cliche, Dutch Bangla Bank is the pioneer in this sector and termed the contribution simply as ‘social responsibility’. Due to its investment in this sector, Dutch Bangla Bank has become one of the largest donors and the largest bank donor in Bangladesh. The bank has won numerous international awards because of its unique approach as a socially conscious bank.

Dutch Bangla Bank was the first bank in Bangladesh to be fully automated. The Electronic-Banking Division was established in 2002 to undertake rapid automation and bring modern banking services into this field. Full automation was completed in 2003 and hereby introduced plastic money to the Bangladeshi masses. Dutch Bangla Bank also operates the nation’s largest ATM fleet and in the process drastically cut consumer costs and fees by 80%. Moreover, Dutch Bangla Bank choosing the low profitability route for this sector has surprised many critics. Dutch Bangla Bank had pursued the mass automation in Banking as a CSR activity and never intended profitability from this sector. As a result it now provides unrivaled banking technology offerings to all its customers. Because of this mindset, most local banks have joined Dutch Bangla Bank banking infrastructure instead of pursuing their own. Even with a history of hefty technological investments and an even larger donations, consumer and investor confidence has never waned. Dutch-Bangla Bank stock set the record for the highest share price in the Dhaka Stock Exchange in 2008.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি- ডিবিবিপিএলসি (Dutch Bangla Bank PLC- DBBPLC) একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি এম. সাহাবুদ্দিন আহমদ (বাংলাদেশ) এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য ডাচ্ ফিন্যান্সিং সংস্থা [Financierings-Maatschappij voor Ontwikkelingslanden (FMO)] নামক নেদারল্যান্ডের একটি কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা পায়। এটি ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ৩ জুন, ১৯৯৬ সালে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ ২০০৪ সালে নিবন্ধিত হয়।

বর্তমানে সারা দেশে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি- ডিবিবিপিএলসি‘র ৪৯০৭টি এটিএম বুথ (দেশের সর্ব বৃহৎ এটিএম নেটওর্য়াক) রয়েছে। এছাড়া ব্যাংকটির প্রায় ৫৯৫৪টি এজেন্ট বাংকিং অফিস এবং ১১০০টি ফার্স্ট-ট্রাক রয়েছে। ব্যাংকটির বর্তমানে শাখার সংখ্যা ২৪১টি। ডাচ-বাংলা ব্যাংক পিএলসি কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট সহ বিভিন্ন আমানত হিসাব, লোন বা ঋণ সুবিধা, SMS এসএমএস এলার্ট সার্ভিস, লকার সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড (ডেবিট ও ক্রেডিট- ভিসা, মাস্টারকার্ড ও নেক্সাস কার্ড) সার্ভিস, এটিএম সার্ভিস, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ২০১০ সালে বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘রকেট’ চালু করে।

২০০৮ সালে ব্যাংকটির অনুমোদিত মূলধন ছিল ১০০০ মিলিয়ন টাকা। প্রতিটি ১০০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩.৯৪৭১৯টি বোনাস শেয়ার ইস্যু করার ফলে ব্যাংকের পরিশোধিত মূলধন ৭৯৮ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে ২০০৮ সালে দাঁড়ায় ১০০০ মিলিয়ন টাকায়। ২০২১ সালের মার্চ মাসে অনুমোদিত ও পরিশোধিত মুলধন দাড়ায় যথাক্রমে ১৫০০০ এবং ৫৫০০ মিলিয়ন টাকায়। বর্তমানে একজন বিদেশি পরিচালকসহ মোট ৭ জন পরিচালকের সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদ ব্যাংকটির সামগ্রিক কার্যক্রম তদারকিসহ নীতি ও কৌশল অনুমোদন করে। উক্ত পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির জন্য ১ জন প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করে। ৮ জন ডিএমডি ও ২৪ জন ঊর্ধ্বতন নির্বাহীসহ প্রায় ১০,০২২ জন কর্মকর্তাকর্মচারী রয়েছে ব্যাংকটিতে এবং গ্রাহক সংখ্যা প্রায় ৫১,১০০,০০০+ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button