লাইসেন্স প্রত্যাহার করে নিল ‘নগদ ফাইন্যান্স পিএলসি’

লাইসেন্স প্রত্যাহার করে নিল ‘নগদ ফাইন্যান্স পিএলসি’- অনুমোদনের পর কার্যক্রম শুরু করার আগেই লাইসেন্স প্রত্যাহার করে নিল ‘নগদ ফাইন্যান্স পিএলসি’। বিষয়টি অনুমতি দিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে একটি আদেশ জারি করে ২৯ আগস্ট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠিয়েছে।
মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স দিয়েছিল। তবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার আগেই গত ১০ জুলাই ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) লাইসেন্স সমর্পণ করে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে। ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহারের আবেদন গৃহীত হয়।
‘নগদ’ এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মোবাইলে আর্থিক সেবা দেওয়ার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া হয়েছিল। যখন লাইসেন্স চেয়েছিলাম তখন ডিজিটাল ব্যাংকের নীতিমালা ছিলা না। এখন নীতিমালা হয়েছে ডিজিটাল ব্যাংকের আবেদন করা হয়েছে। এক সঙ্গে দুটি প্রতিষ্ঠান দরকার নেই, তাই আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণ করা হয়েছে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |







