মেঘনা ব্যাংক ডিপোজিট পেনশন স্কিম

স্বপ্নগুলাে জমা থাক…. একজনকে তাে এগিয়ে থাকতেই হবে, মেঘনা ব্যাংক এর বিভিন্ন মেয়াদের ডিপিএস আপনাকে দিচ্ছে কিস্তিতে সঞ্চয়ের সুবিধা। আজই চলে আসুন আপনার নিকটবর্তী মেঘনা ব্যাংকের শাখায় আর নিয়ে নিন মেঘনা ব্যাংক ডিপিএস প্ল্যান। নিশ্চিন্ত ভবিষ্যতের স্বপ্নগুলাে নিয়ে আপনি থাকুন এগিয়ে। একটি বিশেষ সঞ্চয় পরিকল্পনা যা ইএমআই (মূলধন + সুদ) ভিত্তিতে আমানত জমা করা হয় এবং মেয়াদ শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রাপ্তির সুবিধা দেয়।
মেঘনা ব্যাংক ডিপোজিট পেনশন স্কিম এর বৈশিষ্ট্য
একটি বেসিক সঞ্চয় স্কিম যা গ্রাহকদেরকে ভবিষ্যতে সঞ্চয় করতে সহায়তা করে থাকে। এই হিসাবের বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোন বাংলাদেশী (রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট) পুরুষ ও নারী একক বা যৌথ নামে এই স্কিম খুলতে পারবেন।
মেঘনা ব্যাংক ডিপোজিট পেনশন স্কিম এর সুবিধা
এই হিসাবের সুবিধা সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ মেঘনা ডিপিএস ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ১০ বছরের জন্য খোলা যায়;
✓ মাসিক জমা ৫০০ টাকা থেকে শুরু;
✓ চেক বই সুবিধা;
✓ প্রাথমিক জমার প্রয়োজন নেই;
✓ মাসের যে কোন সময় জমা দেয়ার সুবিধা;
✓ জমাকৃত অর্থের উপর ৯০% পর্যন্ত লোন সুবিধা।
সুদের হার
✓ প্রতিযোগিতামূলক সুদের হার।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এই হিসাব খোলার নিয়মাবলী
ক. যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
খ. ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
গ. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
ঘ. গ্রাহকের এক কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
ঙ. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
চ. গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
ছ. নাবালকের পিতা-মাতা বা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
জ. TIN সার্টিফিকেট (যদি থাকে)।
মাসিক ই-স্টেটমেন্ট
✓ মেঘনা ব্যাংকের ই-স্টেটমেন্ট এর মাধ্যমে ২৪/৭ অ্যাক্সেসযোগ্য মাসিক ই-স্টেটমেন্ট দিয়ে আপনার অর্থকে ট্র্যাক করুন।
সহজ অ্যাক্সেস
✓ ইন্টারনেট ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ, এটিএম বুথ, রাউটিং নম্বর এবং শাখা লোকেশন-এর মাধ্যমে আপনার মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পরিচালনা করুন।
ফি এবং চার্জ
✓ মেঘনা ব্যাংকের সকল ফি এবং চার্জ এর তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
বিস্তারিত জানতে
মেঘনা ব্যাংক লিমিটেড, হেড অফিস: সুবাস্তু ইমাম স্কয়ার (লেভেল- ০৩ এবং লেভেল- ০৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান- ০১ ঢাকা-১২১২, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: +৮৮০১৭৭৭৭৯৭৭৭৭ (দেশ ও বিদেশ)
পিএবিএক্স: +(৮৮০ ২) ২২২২৯১৩৫২, ২২২২৯৭৩২৯, ২২২২৬১৩০২
ফ্যাক্স: +(৮৮০ ২) ২২২২৮৭১২৮
সুইফট কোড: MGBLBDDH
ইমেইল: info@meghnabank.com.bd
ওয়েবসাইটঃ www.meghnabank.com.bd



