সাম্প্রতিক ব্যাংক নিউজ

আলেশা কার্ড সার্ভিসের যাত্রা শুরু

দেশের মানুষের পাশে থাকতে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে আলেশা হোল্ডিংস লিমিটেড চালু করেছে আলেশা কার্ড সার্ভিস। এ কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধার সংজ্ঞাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় আলেশা কার্ড। আলেশা হোল্ডিংস লিমিটেডের বিজনেস পার্টনারদের সঙ্গে কার্ডহোল্ডারদের এক চিরস্থায়ী সম্পর্ক গড়ে দেবে আলেশা কার্ড।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে মানুষের জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে এ কার্ড আনার উদ্যোগ নেয় আলেশা হোল্ডিংস লিমিটেড। মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনারা ফ্রিতে আলেশা কার্ডটি গ্রহণ করতে পারবেন। ৬৫টি বছরের বেশি বয়সী বাংলাদেশী নাগরিকরা ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে কার্ডটি কিনতে পারবেন।

আলেশা কার্ডের মাধ্যমে দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি সাপ্লায়ারের কাছ থেকে কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। কার্ডহোল্ডাররা আলেশা মার্টের নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন ১০ শতাংশ ডিসকাউন্টে। শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে আলেশা হোল্ডিংসের নতুন সেবা ‘আলেশা রাইড’। এ কার্ড ব্যবহার করে আলেশা রাইডের প্রতি রাইডে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

আলেশা কার্ড ব্যবহার করে আলেশা হোল্ডিংসের আসন্ন আরেকটি উদ্যোগ ‘আলেশা ফার্মেসি’ থেকে ৫ শতাংশ ডিসকাউন্টে ওষুধও কেনা যাবে। এ কার্ডহোল্ডাররা শর্তসাপেক্ষে আরো পাবেন আন্তর্জাতিক মানের অ্যাম্বুলেন্স সেবা, যেখানে থাকবে হাসপাতালে আসার আগ পর্যন্ত আইপি ক্যামেরার মাধ্যমে সরাসরি ডাক্তারের পর্যবেক্ষণের সুবিধা। মেয়াদ থাকাকালে আলেশা কার্ডের কোনো হোল্ডার যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে সর্বোচ্চ ২ লাখ টাকা প্রদান করা হবে। চলমান বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি২০ ক্রিকেট হোম সিরিজের গর্বিত টাইটেল স্পন্সর হয়েছে আলেশা কার্ড।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এককালীন ৭ হাজার ৯৮০ টাকা দিয়ে যে কেউ আলেশা কার্ড সাবস্ক্রাইব করতে পারবেন। প্রতি বছর ৯৮০ টাকা দিয়ে কার্ডটি নবায়ন করা যাবে। আলেশা হোল্ডিংস লিমিটেড আশা প্রকাশ করেছে, প্রতিষ্ঠানটির অন্যান্য উদ্যোগ যেভাবে জনমনে সফলতার সঙ্গে জায়গা করে নিতে পেরেছে, আলেশা কার্ডও তার গ্রাহকদের মনমতো সেবা দিয়ে তাদের মনে জায়গা করে নেবে।

আরও দেখুন:
◾ আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে
◾ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে ক্রেডিট গ্যারান্টি স্কীম
◾ অর্থনৈতিক লেনদেনে ধোঁকা ও প্রতারণা
◾ নিম্ন সুদহার নীতি আর উচ্চ সুদহার ঝুঁকির চক্রে ব্যাংক
◾ বিধ্বংসী পুঁজিবাদের বিকল্প কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button