একজন সহকর্মী কখন হয়ে ওঠেন প্রিয় মানুষ?

প্রণব চৌধুরীঃ একজন সহকর্মী কখন হয়ে ওঠেন প্রিয় মানুষ? অফিসে একসাথে কাজ করতে করতে কখন যে সহকর্মী হয়ে ওঠেন প্রিয় মানুষ, তা অনেক সময় টেরই পাওয়া যায় না। কর্মক্ষেত্রে সম্পর্ক, বোঝাপড়া, বন্ধুত্ব ও সম্মান কিভাবে এক বন্ধন তৈরি করে—জানুন এই লেখায়।
যে অফিসটাতে কাটে আমাদের দিনের সবচেয়ে বেশি সময়, সেই অফিসটাই আসলে আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে ওঠে। সেখানে সহকর্মীরা শুধু কাজের সঙ্গী নয়, একসময় হয়ে ওঠে হাসি-রাগ-অভিমানের মানুষ। তাদের আচরণ, কথা, সহযোগিতা সবকিছুই প্রভাব ফেলে আমাদের কাজের আনন্দে, মনোভাবেও। তাই একজন সহকর্মী কেমন, সেটা একটা কর্মপরিবেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়।
একজন সহকর্মী কখন হয়ে ওঠেন প্রিয় মানুষ? দেখে নিন তো, আপনার মনের সাথে মিলে যায় কিনা:
– যিনি নিজের কাজ শেষ করেও আপনার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
– যিনি ভুল ধরলে তিরস্কার নয়, বরং মৃদু হেসে বলেন ‘এই জায়গাটা একটু এমনভাবে করলেই ঠিক হয়ে যাবে।’
– যিনি পেছনে নয়, সামনে গিয়ে প্রশংসা করেন।
– যিনি অফিস রাজনীতি বোঝেন, কিন্তু তাতে অংশ নেন না।
– যিনি নিজের সাফল্যে যেমন হন গর্বিত, তেমনি আপনার সাফল্যেও সত্যিকারের খুশি হন।
– যিনি চাপের দিনে একটু প্রশান্তি দিতে বলেন ‘চলুন, এক কাপ চা খেয়ে আসি।’
– যিনি শুধু প্রয়োজনের জন্য না, অফিসের বাইরেও ফোন দিয়ে খোঁজ নেন।
– যিনি হাসতে জানেন, আবার সহানুভূতিও দেখাতে জানেন।
– যিনি জানেন, ‘টিমওয়ার্ক’ মানে শুধু একসাথে কাজ করা নয়, একে অপরকে সম্মান করা।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আসলে এমন সহকর্মী থাকলে অফিসটা হয়ে যায় অনেক বেশি ‘হালকা’, অনেক বেশি ‘আপন’। দিনশেষে কাজের ক্লান্তিও তখন কম লাগে, কারণ পাশে থাকে এমনসব মানুষ, যিনি বা যারা শুধু সহকর্মী নন, একজন বন্ধুও বটে।
তবে এটাও সত্যি, সব সময় সবাই একই মানসিকতায় থাকে না। কারও দিন ভালো যায়, কারও যায় না। তাই অন্যের দিকটাও বোঝার চেষ্টা করা, নিজের জায়গা থেকেও একটু উদার হওয়া, এটাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে, অফিসটাকে করে তোলে দ্বিতীয় ঘর। হ্যাপি ব্যাংকিং।
লেখকঃ প্রণব চৌধুরী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, মৌলভীবাজার।




