জুবিলী ব্যাংক লিমিটেড

জুবিলী ব্যাংক লিমিটেড (Jubilee Bank Limited) হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি পুরাতন বাণিজ্যিক ব্যাংক। জুবিলী ব্যাংক ১৯১৩ সালের ১৫ এপ্রিল খোকসা-জানিপুর ব্যাংক নামে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জানিপুরে প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ সালের ব্যাংকিং কোম্পানি অধ্যাদেশের অধীনে ১৯৬৪ সালে ব্যাংকটির নাম পরিবর্তন করে খোকসা-জানিপুর লোন কোম্পানি রাখা হয়। ১৯৮৭ সালে খোকসা-জানিপুর ব্যাংকের নাম পরিবর্তন করে জুবিলী ব্যাংক করা হয়। ১৯৮৮ সালে এটি বাংলাদেশ ব্যাংক হতে বাণিজ্যিক ব্যাংকে রুপান্তরিত হওয়ার অনুমতি পায়।

ব্যাংকটির কিছু শেয়ারের মালিকানা কর্নেল খন্দকার আব্দুর রশিদ, কর্নেল সাঈদ ফারুক রহমান, মেজর বজলুল হুদার অধীনে ছিল যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডে জড়িত ছিল। ২০১৭ সালের ০৩ ফেব্রুয়ারিতে উচ্চ আদালত এক ঘোষনার মাধ্যমে জুবিলী ব্যাংক লিমিটেডকে বিলুপ্ত ঘোষণা করেছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি, ২০১৭) এই আদেশ দিয়েছেন হাইকোর্ট।

Back to top button