আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি

বাংলাদেশের শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক সমূহের অন্যতম একটি ব্যাংক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (Al-Arafah Islami Bank PLC)। এটি সম্পূর্ণরূপে ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক এবং ইসলামী নীতি ও বিধি-বিধান অনুসরণ করে। ব্যাংকটি ১৮ জুন, ১৯৯৫ সালে বেসরকারী ও কমার্শিয়াল ব্যাংক হিসেবে নিবন্ধিত হয় এবং ২৭ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে তার প্রথম শাখা উদ্বোধন করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যাংকিং ব্যবসা ইসলামী আইন ও নীতি অনুযায়ী সুদমুক্ত পদ্ধতিতে সম্পাদিত হয় এবং এই উদ্দেশ্যে এর একটি ‘শরীয়াহ কাউন্সিল’ রয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক হালাল দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ে লাভ-ক্ষতির ভিত্তিতে তহবিল বিনিয়োগ করে। ব্যাংক মুদারাবা আমানত তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত আয়ের একটি নির্ধারিত অংশ আমানতকারীদের মধ্যে বণ্টন করে। ব্যাংকের বিনিয়োগসমূহ নিয়মিত ও নিবিড়ভাবে তদারকি করা হয় যাতে কোনো বিনিয়োগ বা এর অংশবিশেষ মেয়াদোত্তীর্ণ ও লোকসানি ঋণে পর্যবসিত না হয়।

Back to top button