ব্যাংক জব সার্কুলার

ব্যাংক আলফালাহ্ টেলার (ব্রাঞ্চ) নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংক আলফালাহ্ টেলার (ব্রাঞ্চ) নিয়োগ বিজ্ঞপ্তি – ব্যাংক আলফালাহ্ লিমিটেড (Bank Alfalah Limited) পাকিস্তানের একটি প্রাইভেট ব্যাংক, যা আবুধাবী গ্রুপের মালিকানাধীন। ১৬ মে, ২০০৫ ব্যাংক আলফালাহ্ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ব্যাংকটির ক্যাশ বিভাগে “টেলার (ব্রাঞ্চ)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা আগামী ২৯ নভেম্বর, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ টেলার (ব্রাঞ্চ)
✓ বিভাগ: ক্যাশ।
✓ জব গ্রেড: অফিসার।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যেকোনো পাবলিক/ প্রাইভেট/ ফরেন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টেলার/ ক্যাশের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স: নির্ধারিত নয়।
✓ ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
✓ টার্গেট ওরিয়েন্টেড হতে হবে।
✓ গ্রহণযোগ্যতা, ইতিবাচক মনোভাব এবং কুইক লার্নারের ক্ষমতা থাকতে হবে।
✓ উচ্চ স্তরের সততা এবং নিষ্ঠা থাকতে হবে।
✓ চাপের মধ্যে কাজ করার ক্ষমতা এবং অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
✓ ব্যাংকিং নিয়মকানুন এবং কমপ্লায়েন্স স্টান্ডার্ড সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
✓ শক্তিশালী যোগাযোগ, আলোচনা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
✓ এমএস অফিস-এ দক্ষতা থাকতে হবে।
✓ চাপের মধ্যে কাজ করতে সক্ষম হতে হবে।

বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের এইচআর নীতি অনুসারে সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ ছাড়াই ব্যাংক আলফালাহ্ যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৯ নভেম্বর, ২০২৫।

সোর্সঃ বিডি জবস

About Bank Alfalah Bangladesh

Bank Alfalah Limited (ব্যাংক আলফালাহ্ লিমিটেড) is a private bank in Pakistan owned by the Abu Dhabi Group. It was incorporated on June 21, 1997, as a public limited company under the Companies Ordinance, 1984. On May 16, 2005, Bank Alfalah formally acquired the Bangladesh operations of Shamil Bank of Bahrain for US $17.88 million, renaming it Bank Alfalah. This marked the establishment of the bank’s first branch outside Pakistan. The bank has an international presence in Afghanistan, Bangladesh, Bahrain, and a representative office in the UAE.

Bank Alfalah aims to be a premier financial services organization, operating both locally and globally, and offering a comprehensive range of financial products and services to diverse customer segments under one umbrella. The mission of Bank Alfalah Limited is to develop and deliver innovative financial products and exceptional service quality that strengthen brand equity and maximize value for all stakeholders. The bank presently operates 7 branches and 6 ATM booths across Bangladesh.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

ব্যাংক আলফালাহ্ লিমিটেড (Bank Alfalah Limited) পাকিস্তানের একটি প্রাইভেট ব্যাংক, যা আবুধাবী গ্রুপের মালিকানাধীন। পাকিস্তানের ১৯৮৪ সালের কোম্পানী আইন অনুসারে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে ১৯৯৭ সালের ২১ জুন নিবন্ধিত হয় এবং কার্যক্রম শুরু করে ঐ বছরেরই ১ নভেম্বর। ১৬ মে, ২০০৫ ব্যাংক আলফালাহ্ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শামিল ব্যাংক বাহরাইনের নাম পরিবর্তন করে ১৭.৮৮ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে কার্যক্রম শুরু করে। এটি পাকিস্তানের বাইরে ব্যাংকের প্রথম শাখা ছিল। আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকের একটি আন্তর্জাতিক প্রতিনিধি অফিস রয়েছে।

ব্যাংকটি প্রিমিয়ার আর্থিক সেবা সংস্থা হিসেবে স্থানীয় এবং বিশ্বব্যাপী বিভিন্ন বিভাগে আর্থিক পণ্য এবং সার্ভিসে কাজ করে যাচ্ছে। ব্যাংক আলফালাহ্ লিমিটেডের লক্ষ্য হল উদ্ভাবনী পণ্যগুলোর বিকাশ শক্তিশালীকরণ এবং ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য সর্বাধিক মান উন্নয়নে অবদান রাখা। বর্তমানে পাকিস্তানের অভ্যন্তরে ব্যাংকটির শাখার সংখ্যা ৪৭১টি। এছাড়াও এটি আফগানিস্তান, বাংলাদেশ এবং বাহরাইন-এ তাদের কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ব্যাংকটির দেশে ৭টি শাখা এবং ৬টি ATM বুথ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button