ইন্টারনেট ব্যাংকিংইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিফিনটেক

ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং

শফিক হায়দারঃ ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং – ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক হিসেবে ১৯৮৩ সালে তাদের পথ চলা শুরু করে। ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদেরকে ডিজিটাল ব্যাংকিং সেবায় সকল ধরণের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক চালু করেছে iBanking বা ইন্টারনেট ব্যাংকিং। আধুনিক ব্যাংকিং সেবায় এটি ব্যাংকের একটি বড় সংযোজন। ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার মাধ্যমে গ্রাহকরা ব্যাংক শাখায় না গিয়ে দেশ ও বিদেশ থেকে ঘরে বসেই ২৪ ঘন্টা অ্যাকাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখা, বিদ্যুৎ ও গ্যাস বিল প্রদান, মোবাইল রিচার্জ এবং ফান্ড ট্রান্সফারসহ অনেক ধরনের ব্যাংকিং সেবা অতি সহজেই গ্রহণ করতে পারবেন। এই সার্ভিস পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে যে কোনো ধরণের একটি অ্যাকাউন্ট/ হিসাব থাকতে হবে। আলোচ্য আর্টিকেলে ইসলামী ব্যাংক iBanking বা ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

ইসলামী ব্যাংক iBanking: ব্যাংকিং এখন যখন তখন

    • ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এর মাধ্যমে কর্মস্থলে, বাসায় কিংবা চলার পথে খুবই সহজ, নিরাপদ ও দ্রুত সেরে নেয়া যাবে আপনার ব্যাংকিং চাহিদার প্রায় সবটুকুই। গ্রাহকবান্ধব এ সেবা এখন দিন রাত ২৪ ঘণ্টা আপনার হাতের নাগালে।
    • ইসলামী ব্যাংক iBanking বা ইন্টারনেট ব্যাংকিং টু ফ্যাক্টর অথেনটিকেশন (Login Password ও One Time PIN) এর মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে ঝুঁকিমুক্ত ব্যাংকিং সেবা দিয়ে থাকে।
    • নতুন ডিভাইস থেকে লগইন এর ক্ষেত্রে OTP (One Time PIN) এর মাধ্যমে অথেনটিকেশন সুবিধা।

আরও দেখুন:
ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন

ইসলামী ব্যাংক iBanking বা ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা

ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (IBBPLC iBanking) এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে যে সকল সেবা বা সুবিধা নিতে পারবেন সেগুলো নিম্নে তুলে ধরা হলো-

❏ অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) ব্যবহারকারীরা অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসের আওতায় নিম্নবর্ণিত সুযোগ-সুবিধা/ সেবা সমূহ ঘরে বসেই দেখতে/ উপভোগ করতে পারবেন-

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
  • ভিউ অ্যাকাউন্ট (এনলিস্ট করা সকল অ্যাকাউন্ট)
  • অ্যাকাউন্ট ব্যালেন্স
  • অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • অ্যাকাউন্ট সামারি
  • ট্রানজেকশন সামারি
  • অ্যাকাউন্ট এর অপারেশন্স
  • পজিটিভ পে ইন্সট্রাকশন
  • চেক বই ম্যানেজ
    – চেক রিকুইজিশন
    – স্টপ চেক পেমেন্ট
  • ক্লিয়ারিং ইন্সট্রুমেন্ট স্ট্যাটাস
  • এফটিটি মেসেজ অনুসন্ধান
  • এফডিডি পেমেন্ট অনুসন্ধান
  • এসএমএস এলার্ট ম্যানেজ

❏ ইনভেস্টমেন্ট রিলেটেড সার্ভিস

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) ব্যবহারকারীরা ইনভেস্টমেন্ট/ বিনিয়োগ রিলেটেড সার্ভিসের আওতায় নিম্নবর্ণিত সুযোগ-সুবিধা/ সেবা সমূহ ঘরে বসেই দেখতে/ উপভোগ করতে পারবেন-

  • ইনভেস্টমেন্ট/ বিনিয়োগ অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • কাস্টমার ওয়াইজ লায়াবিলিটি
  • মোড ওয়াইজ লায়াবিলিটি
  • এক নজরে পার্টি ওয়াইজ লায়াবিলিটি

❏ ফরেন বিজনেস রিলেটেড সার্ভিস

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) ব্যবহারকারীরা ফরেন বিজনেস রিলেটেড সার্ভিসের আওতায় বৈদেশিক লেনদেন সংক্রান্ত নিম্নবর্ণিত সুযোগ-সুবিধা/ সেবা সমূহ ঘরে বসেই দেখতে/ উপভোগ করতে পারবেন-

  • বৈদেশিক লেনদেন বিবরণী
  • বিল ক্রয়ের বিবরণী (Cost Sheet)
  • এফসি (FC) বিল গ্রহনের বিবরণী (Cost Sheet)
  • এফসি (FC) বিল নেগোসিয়েশনের বিবরণী (Cost Sheet)
  • ফরেন টিটি (Foreign TT) পরিশোধের বিবরণী ইত্যাদি

❏ ফান্ড ট্রান্সফার রিলেটেড সার্ভিস

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) ব্যবহারকারীরা ফান্ড ট্রান্সফার রিলেটেড সার্ভিসের আওতায় নিম্নবর্ণিত সুযোগ-সুবিধা/ সেবা সমূহ ঘরে বসেই দেখতে/ উপভোগ করতে পারবেন-

  • ফান্ড ট্রান্সফার (আইবিবিপিএলসি টু আইবিবিপিএলসি)
  • ইএফটি (EFT) ফান্ড ট্রান্সফার (আইবিবিপিএলসি টু অন্য ব্যাংক)
  • ভিসা মানি ট্রান্সফার
  • এনপিএসবি (NPSB) ফান্ড ট্রান্সফার (আইবিবিপিএলসি টু অন্য ব্যাংক)
  • আরটিজিএস (RTGS) ফান্ড ট্রান্সফার (আইবিবিপিএলসি টু অন্য ব্যাংক)
  • জিপি (GP) ওয়ালেট (GPAY) রিফিল
  • আইক্যাশ রেমিট (iCashRemit)
  • টাস্ক তৈরি/ টাস্ক সময়সূচী
  • ক্রেডিট অ্যাকাউন্ট নিবন্ধন
  • পেন্ডিং থাকা আই ট্রান্সফার (iTransfer) কনফার্ম
  • তারিখ অনুযায়ী আইট্রান্সফার (iTransfer) রিপোর্ট
  • আইট্রান্সফার (iTransfer) ভাউচার রিপোর্ট

❏ iTransfer (Fund Transfer) এর লিমিট

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এ ফান্ড ট্রান্সফার (iTransfer) এর ক্ষেত্রে নিম্নবর্ণিত ট্রানজেকশন লিমিট/ সীমা রয়েছে-

  • যে কোনো অ্যাকাউন্ট এ ফান্ড ট্রান্সফার করা যাবে
  • সর্বনিম্ন ১০০ টাকা লেনদেন করা যাবে
  • প্রতিদিন সর্বোচ্চ ১০,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে
  • প্রতিদিন সর্বোচ্চ ১০টি লেনদেন করা যাবে
  • সর্বোচ্চ ২০টি অ্যাকাউন্ট ডেস্টিনেশন অ্যাকাউন্ট হিসেবে সাবস্ক্রাইব করা যাবে
  • সাবস্ক্রাইব করা অ্যাকাউন্ট ২০ দিনের মধ্যে মুছে ফেলা যাবে না
  • iTransfer (Fund Transfer) করতে iBanking রেজিষ্ট্রেশন করে টি-পিন (T-PIN) নম্বর সংগ্রহ করতে হবে
  • iTransfer (Fund Transfer) এর ফি ও চার্জ- প্রতি হাজারে ০.২৫ টাকা

❏ কার্ড রিলেটেড সার্ভিস

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) ব্যবহারকারীরা কার্ড রিলেটেড সার্ভিসের আওতায় নিম্নবর্ণিত সুযোগ-সুবিধা/ সেবা সমূহ ঘরে বসেই দেখতে/ উপভোগ করতে পারবেন-

  • ভিউ কার্ড ট্রানজেকশন
  • খিদমাহ/ ক্রেডিট ও প্রিপেইড কার্ড এনলিস্ট/ কার্ড তালিকাভুক্তকরণ
  • কার্ড এর বিল পরিশোধ/ কার্ড এ ব্যালেন্স লোড
  • কার্ডের ব্যালেন্স চেক/ অনুসন্ধান
  • কার্ডের স্ট্যাটাস চেক
  • তারিখ অনুসারে বিল পরিশোধ রিপোর্ট

❏ রিচার্জ এবং বিল পে রিলেটেড সার্ভিস

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) ব্যবহারকারীরা রিচার্জ এবং বিল পে রিলেটেড সার্ভিসের আওতায় নিম্নবর্ণিত সুযোগ-সুবিধা/ সেবা সমূহ ঘরে বসেই দেখতে/ উপভোগ করতে পারবেন-

  • আইরিচার্জ (iRecharge): জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটক গ্রাহকদের (পোস্টপেইড ও প্রিপেইড) জন্য এয়ারটাইম রিচার্জ/ ফ্লেক্সিলোড/ মোবাইল টপআপ
  • বাল্ক রিচার্জ
  • ইউটিলিটি বিল পে (বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি)
  • অটোমেটেড/ স্বয়ংক্রিয় চালান সিস্টেম (ACS)
  • আইরিচার্জের স্ট্যাটাস কোয়েরি
  • তারিখ অনুসারে আইরিচার্জ রিপোর্ট কোয়েরি
  • আইরিচার্জ ভাউচার কোয়েরি

❏ iBanking এ iRecharge এর শর্তাবলী

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এ iRecharge এর ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যা নিম্নে তুলে ধরা হলো-

  • সর্বোচ্চ ১০০০ টাকা ও সর্বনিম্ন ২০ টাকা (প্রি-পেইড প্যাকেজের জন্য)
  • সর্বোচ্চ ১০,০০০ টাকা ও সর্বনিম্ন ৫০ টাকা (পোস্ট-পেইড প্যাকেজের জন্য)
  • iRecharge এর জন্য কোনো চার্জ নাই, ফ্রি
  • প্রতিদিন সর্বোচ্চ ৫০ বার রিচার্জ করা যাবে
  • *টেলিটক গ্রাহকগণ শুধুমাত্র প্রিপেইড প্যাকেজে রিচার্জ করতে পারবেন

❏ ইউটিলিটি বিল পেমেন্ট

iBanking এর মাধ্যমে পিডিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস, চট্টগ্রাম ওয়াসা, খুলনা ওয়াসা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিল পরিশোধ করতে পারবেন। সফল বিল পরিশোধ করার পর একটি SMS এলার্ট মোবাইলে পাঠানো হবে। ইউটিলিটি বিল পেমেন্ট-এ নিম্নোক্ত হারে চার্জ প্রযোজ্য হবে-

রেঞ্জচার্জ
০ টাকা – ৪০০ টাকা পর্যন্ত৫ টাকা
৪০১ টাকা – ১,৫০০ টাকা পর্যন্ত১০ টাকা
১,৫০০ টাকা – ৫,০০০ টাকা পর্যন্ত১৫ টাকা
৫,০০১ টাকা – ৫০,০০,০০০ টাকা পর্যন্ত২৫ টাকা

❏ ই-কমার্স/ ফিস পেমেন্ট রিলেটেড সার্ভিস

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) ব্যবহারকারীরা ই-কমার্স/ মার্চেন্ট পেমেন্ট/ ফিস পেমেন্ট/ অনলাইন পণ্য ক্রয়-বিক্রয়/ টিকেট ক্রয় রিলেটেড সার্ভিসের আওতায় নিম্নবর্ণিত সুযোগ-সুবিধা/ সেবা সমূহ ঘরে বসেই উপভোগ করতে পারবেন-

  • ই-কমার্সের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়, মার্চেন্ট পেমেন্ট, বিমানের টিকিট ক্রয় ও ট্রেনের টিকেট ক্রয়
  • স্কুল ফিস পেমেন্ট
  • শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহৃত সফটওয়্যার এর সাথে সংযুক্তিকরণ সুবিধা

❏ ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (iBanking)-এর ফি ও চার্জ

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এর ফি ও চার্জ সমূহ নিম্নে তুলে ধরা হলো-

বিবরণফি/ চার্জ
বার্ষিক চার্জ (অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এসএমএস চার্জ, লেনদেন সামারি, ইনস্ট্রুমেন্ট স্ট্যাটাস)ফ্রি
আইরিচার্জ (iRecharge)ফ্রি
 

ফান্ড ট্রান্সফার

আইবিবিপিএলসি স্টাফ অ্যাকাউন্টফ্রি
মাসিক স্কিম (MSSA/ MMSA/ MHSA/ MUSA/ MBSA/ MEHDS/ MESA) এবং MWCD অ্যাকাউন্টে ট্রান্সফার (যে কোনো শাখা)ফ্রি
অন্যান্য আইবিবিপিএলসি অ্যাকাউন্ট (একই শাখা)ফ্রি
আইবিবিপিএলসি অ্যাকাউন্ট (অন্যান্য শাখা)লেনদেন পরিমাণের ০.০২৫% টাকা; সর্বনিম্ন ৫ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা
অন্য ব্যাংকে (EFT/ NPSB)লেনদেন পরিমাণের ০.০২৫% টাকা; সর্বনিম্ন ১০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা
অন্য ব্যাংকে (RTGS)প্রতি লেনদেন ১০০ টাকা
ভিসা/ মাস্টার কার্ড/ ইউপিআই কার্ডেপ্রতি লেনদেন ৩০ টাকা; প্রতি লেনদেনের সর্বোচ্চ পরিমাণ ২০,০০০ টাকা
খিদমাহ কার্ড/ প্রিপেইড কার্ড/ সেলফিন কার্ড/ এমক্যাশেফ্রি
আইক্যাশ রেমিট (iCash Remit)প্রতি হাজারে ১ টাকা; সর্বনিম্ন ৫ টাকা
বিল পেমেন্টবিটিআরসি অথবা কোম্পানির সাথে চুক্তি অনুসারে
ডুপ্লিকেট TPIN৫০ টাকা
আইবিবিপিএলসি অ্যাকাউন্ট, কার্ড, এমক্যাশ এবং সেলফিন এর জন্য iPaySafe এর মাধ্যমে পেমেন্টলেনদেন পরিমাণের ১.৫০% টাকা অথবা কোম্পানির সাথে চুক্তি অনুসারে, গ্রাহক কোন অর্থ প্রদান করবেন না
*ফি ও চার্জের সাথে সরকারি নিয়ম অনুসারে ভ্যাট যুক্ত হবে।

❏ ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (iBanking) রেজিস্ট্রেশন/ নিবন্ধন

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এর মাধ্যমে উপরে উল্লেখিত সেবা সমূহ পেতে হলে অবশ্যই আপনাকে ইসলামী ব্যাংক পোর্টাল (ibblportal)-এ রেজিস্ট্রেশন/ নিবন্ধন করতে হবে। ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (iBanking) রেজিস্ট্রেশন/ নিবন্ধন প্রসেস সম্পর্কে জানতে ক্লিক করুন – এখানে

❏ ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (iBanking) অ্যাপ ডাউনলোড

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এর মোবাইল অ্যাপ iSmart সরাসরি গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর ও হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড (অ্যান্ড্রয়েড, আইফোন ও হুয়াওয়ে) করতে নিম্নোক্ত লিংকগুলোতে ক্লিক করুন-

   

ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এর মোবাইল অ্যাপ iSmart যারা সরাসরি গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর ও হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড (অ্যান্ড্রয়েড, আইফোন ও হুয়াওয়ে) করতে পারছেন না, তারা নিম্নোক্ত লিংক থেকে ডাউনলোড করতে ক্লিক করুন-

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি)-এর ইন্টারনেট ব্যাংকিং (iBanking) রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি উপরে উল্লেখিত সুযোগ-সুবিধা ঘরে বসেই উপভোগ করতে পারবেন একদম ফ্রি ও সহজ উপায়ে।

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ (শফি হায়দার), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি)

ইসলামী ব্যাংক iBanking সাপোর্ট টিম

✆ কল সেন্টার: ১৬২৫৯ অথবা +৮৮-০২-৮৩৩১০৯০
ইমেইল: ibadmin@notification.islamibankbd.org; support.portal@islamibankbd.com
iBanking পোর্টাল লিংক: www.ibblportal.islamibankbd.com
হেল্প লিংক: Help Link

বিস্তারিত জানতে যোগাযোগ করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangladesh PLC), হেড অফিস: ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ বাংলাদেশ অথবা ব্যাংকের যে কোনো শাখা/ উপ-শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট-এ যোগাযোগ করুন
জিপিও বক্স নম্বর: ২৩৩
✆ কল সেন্টার: ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ +৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ)
টেলিফোন: (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
টেলেক্স: 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬৪৫৩২, ৮৮০-২-৯৫৬৮৬৩৪
সুইফট: IBBLBDDH
কেবল: ISLAMIBANK
ইমেইল: info@islamibankbd.com
ওয়েবসাইট: www.islamibankbd.com

৪ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button