কন্টাক্টলেস পেমেন্ট সার্ভিসে কার্ড লেনদেনের অনুমতি
নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তিতে কন্টাক্টলেস পেমেন্ট সার্ভিসে দ্বারা কার্ডভিত্তিক লেনদেনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডেবিট ও প্রিপেইড কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ৩ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ, ২০২২) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, এনএফসি প্রযুক্তিতে কার্ডের লেনদেন সহজ ও গতিশীল হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ধরনের কন্টাক্টলেস পেমেন্ট সার্ভিসের ব্যবহার জনপ্রিয় হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেনেও এনএফসি প্রযুক্তির ব্যবহার প্রচলন করলে ইলেকট্রনিক লেনদেন বাড়বে মর্মে আশা করা যায়।
এমতাবস্থায়, নির্দেশনাসমূহ প্রদান করা হলো, ইএমভিকো কমপ্লায়েন্ট ডেবিট ও প্রিপেইড কার্ডে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে লেনদেন পরিচালনা করা যাবে। এনএফসি প্রযুক্তির মাধ্যমে সংঘটিত ডেবিট ও প্রিপেইড কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ৩ হাজার টাকা নির্ধারণ করা হলো। উক্ত সীমার মধ্যে শুধুমাত্র এনএফসি প্রযুক্তির কার্ড-ভিত্তিক লেনদেনের জন্য পিন বা ২ ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহারের বাধ্যবাধকতাও শিথিল করা হলো।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তবে, এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে অবহিত করতে হবে। কার্ড ইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠান এনএফসি প্রযুক্তির মাধ্যমে একক কার্ডে সংঘটিত দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করতে পারে।
বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করেছেঃ
১. EMVCo Compliant ডেবিট ও প্রিপেইড কার্ডে NFC প্রযুক্তি ব্যবহার করে লেনদেন পরিচালনা করা যাবে।
২. NFC প্রযুক্তির মাধ্যমে সংঘটিত ডেবিট ও প্রিপেইড কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ৩,০০০/০০ (টাকা তিন হাজার) মাত্র নির্ধারণ করা হলো। উক্ত সীমার মধ্যে শুধুমাত্র NFC প্রযুক্তির কার্ড-ভিত্তিক লেনদেনের জন্য PIN/ 2FA ব্যবহারের বাধ্যবাধকতাও শিথিল করা হলো। তবে SMS এলার্ট সার্ভিসের মাধ্যমে এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে অবহিত করতে হবে।
৩. কার্ড ইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠান NFC প্রযুক্তির মাধ্যমে একক কার্ডে সংঘটিত দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করতে পারে।
৪. NFC প্রযুক্তির মাধ্যমে সংঘটিত ডেবিট ও প্রিপেইড কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে পিএসডি সার্কুলার নং-০৩/২০১৮ তারিখঃ ১২/০৭/২০১৮ এর অন্যান্য নির্দেশনাসমূহ প্রযোজ্য হবে।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার
এছাড়া উক্ত সার্কুলারে এই নির্দেশনা অবিলম্বে ব্যাংকগুলোকে কার্যকর করতে বলা হয়েছে।


