করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৮ জন ব্যাংকার
মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮ (আট) জন ব্যাংকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাদের এই মৃত্যু শাহাদাত হিসেবে কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। সাথে সাথে তাদের পরিবারের সদস্যদের গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমীন।
মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৮ (আট) জন ব্যাংকারের নাম পদবী ও ব্যাংকের নাম নিম্নে তুলে ধরা হলো-
| ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
১) করোনায় সিটি ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিটি ব্যাংক লিমিটেড এর হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এর একনিষ্ঠ, চৌকষ কর্মকর্তা জনাব “মুজতবা শাহরিয়ার রনি” ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট রবিবার ২৬ এপ্রিল, ২০২০ সকালে মুগদা জেনারেল হাসপাতালে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

২) এনসিসি ব্যাংক কর্মকর্তার মৃত্যু
এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জামশেদ হায়দার চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার ১১ মে, ২০২০ সকালে মৃত্যুবরণ করেন।

| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
৩) করোনায় মারা গেলেন সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আবু সাঈদ। তিনি প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার ১২ মে, ২০২০ সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৪) করোনায় রূপালী ব্যাংকের ডিজিএম এর মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খানের শুক্রবার ১৫ মে, ২০২০ রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

৫) করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহীর মৃত্যু হয়েছে। রোববার ১৭ মে, ২০২০ রাত রাত ৯টার দিকে কুমিল্লায় নিজ বাড়িতে মৃত্যু তার হয়।

৬) করোনায় উত্তরা ব্যাংক কর্মকর্তার মৃত্যু
উত্তরা ব্যাংক লিমিটেড শান্তিনগর শাখায় কর্মরত জনাব ওয়াহিদ মুরাদ সোমবার ১৮ মে, ২০২০ সকালে ঢাকা মেডিকেল করোনা ইউনিটে ভর্তি থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।

৭) করোনায় জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান জনতা ব্যাংক লিমিটেড এর লোকাল অফিসের এক্সিকিউটিভ অফিসার জনাব হাসিবুর রহমান। বৃহস্পতিবার ২১ মে, ২০২০ ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

৮) করোনায় এনসিসি ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে এনসিসি ব্যাংক লিমিটেড এর দক্ষিণ খান শাখার জুনিয়র অফিসার জনাব ওয়াহিদ উল্ল্যাহ আজ শনিবার ২৩ মে, ২০২০ সকাল ৭.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

| প্রিয় পাঠকঃ ব্যাংক, ব্যাংকার ও ব্যাংকিং বিষয়ক চলমান খবর বা সমসাময়িক বিষয়ে আপনার লেখা ও মতামত ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ প্রকাশ করতে আমাদেরকে ই-মেইল করুন- bankingnewsbd@gmail.com আমরা আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করব। |




