সাম্প্রতিক ব্যাংক নিউজ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন জাফর ছাদেক

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন জাফর ছাদেক – শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জাফর ছাদেক। এর আগে তিনি ব্যাংকের এসইভিপি ও সিএফও হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্যাংকের পিএসডি, সিএসডি এবং ব্র্যান্ডিং অ্যান্ড প্রডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে অতিরিক্ত কাজ করছেন।

জাফর ছাদেক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি কৃতিত্বের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জাফর ছাদেক ২০০২ সালে হুদা ভাসি চৌধুরী (এইচভিসি), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে পেশাগত জীবন শুরু করেন। এখানে তিনি নিরীক্ষা, আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেগুলেটরি কমপ্লায়েন্স ও করপোরেট গভর্নেন্স প্র্যাকটিসের ওপর অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তী সময়ে ওয়ান ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

জাফর ছাদেক ২০০৬ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে আর্থিক প্রশাসন বিভাগে যোগদান করেন। এখানে আর্থিক প্রশাসন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রমে তার দক্ষতা ও দৃঢ় নেতৃত্বের জন্য ২০১৫ সালে সিএফও হিসেবে নিযুক্ত হন। পরবর্তী সময়ে সার্বিক উৎকর্ষ ও কৌশলগত দক্ষতার মাধ্যমে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে পদোন্নতি লাভ করেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ব্যাংক খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন জাফর ছাদেক একজন অভিজ্ঞ আর্থিক পেশাদার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। পেশাগত জীবনে তিনি আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, রেগুলেটরি রিপোর্টিং, মূলধন পরিকল্পনা, সম্পদ ও দায় ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শেয়ারবাজারের ওপর ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button