এক নজরে উরি ব্যাংক বাংলাদেশ

উরি ব্যাংক (Woori Bank) একটি কোরিয়ান বহুজাতিক ব্যাংক যার সদর দপ্তর সিউলে অবস্থিত। এটি দক্ষিণ কোরিয়ার ৪টি বৃহত্তম দেশীয় ব্যাংকের মধ্যে একটি এবং এটি কেবলমাত্র বাণিজ্যিক ব্যাংকিংয়েই নয় বরং কোরিয়ার কর্পোরেট ফাইন্যান্সেও শক্তিশালী উপস্থিতি প্রদর্শন করেছে। এই ব্যাংকটি মূলত উনিশ শতকে প্রতিষ্ঠিত হয়। তবে ২০০২ সালে এর বর্তমান নাম উরি ব্যাংক না হওয়া পর্যন্ত একাধিকবার এর নাম পরিবর্তন এবং একীভূত করা হয়েছিল। উরি ব্যাংকই দক্ষিণ কোরিয়ার প্রথম ব্যাংক যারা নন-ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার ভিত্তিক অন-লাইন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। বর্তমানে উরি ব্যাংক-এর বিশ্বব্যাপী ২৬টি দেশে ৫৩টি নেটওয়ার্ক-এ প্রায় ৮৭৭টি শাখা রয়েছে। ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২২,৩৭৭ জন ও মোট সম্পদের পরিমাণ ২৪০ বিলিয়ন মার্কিন ডলার।
আরও দেখুন:
◾ উরি ব্যাংক বাংলাদেশ: হেল্পলাইন নম্বর
এক নজরে উরি ব্যাংক বাংলাদেশ | |
| ব্যাংকের নাম | উরি ব্যাংক বাংলাদেশ (Woori Bank Bangladesh) |
| লোগো | ![]() |
| লিগ্যাল স্ট্যাটাস | পাবলিক লিমিটেড কোম্পানি |
| প্রতিষ্ঠাকাল | ১৮৯৯ |
| ধরন | প্রাইভেট ব্যাংক |
| ক্যাটাগরি | কমার্শিয়াল ব্যাংক |
| উৎপত্তি | ফরেন/ বিদেশী ব্যাংক |
| কর্পোরেট ঠিকানা | সুবাস্তু ইমাম স্কয়ার (৪র্থ ও ৫ম ফ্লোর), ৬৫ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২, বাংলাদেশ |
| কল সেন্টার | +৮৮০ ২২ ২৬৬০১৭৭০-৫ |
| টেলিফোন | +৮৮০ ২ ৮৮১৩২৭০-৩ |
| ফ্যাক্স | +৮৮ ০২ ৮৮১৩২৭৪, ৮৮১৩২৪১ |
| ব্যাংক কোড | ২৫৫ |
| সুইফট কোড | HVBKBDDH |
| ইমেইল | info@wooribankbd.com |
| ওয়েবসাইট | www.bd.wooribank.com |
| সার্ভিস টাইম | কর্মদিবস (রবি ~ বৃহস্পতি) সকাল ১০ টা ~ বিকাল ৪ টা * (শুক্র ~ শনি) বন্ধ |
| সার্ভিস |
|
উরি ব্যাংকের ইতিহাস (History of Woori Bank):
উরি ব্যাংক (Woori Bank) ১৮৯৯ সালে ‘Daehan Cheon-il Bank’ নামে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯১১ সালে এর নাম পরিবর্তন করে ‘Joseon Sangup Bank’ (Joseon Commercial Bank) রাখা হয়। তারপর ১৯৫০ সালে এর নাম ‘কমার্শিয়াল ব্যাংক অব কোরিয়া’ করা হয়। ১৯৯৭ সালের এশিয়ান আর্থিক সংকটের পর ব্যাংকটি প্রাক্তন ‘হানিল ব্যাংক’ এবং ‘পিস ব্যাংক’-এর সাথে একীভূত হয়ে ‘হানভিট ব্যাংক’ হয়ে ওঠে। পরবর্তীতে ২০০১ সালে এটি উরি ফাইন্যান্সিয়াল গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠানে পরিণত হয়।
ব্যাংকের বর্তমান নামটি ২০০২ সালে গৃহীত হয়। এর Jongno শাখাটি Gwangtonggwan-এ অবস্থিত, যা কোরিয়ার প্রাচীনতম ব্যাংক ভবন হিসেবে বিবেচিত হয়। ৫ মার্চ, ২০০১ শাখাটি সিউল শহরের ঐতিহাসিক ল্যান্ডমার্ক হিসেবে নিবন্ধিত হয়। ২০১৪ সালে উরি ব্যাংক তার মূল কোম্পানির সাথে সম্পর্কিত কিছু একত্রীকরণ প্রক্রিয়ার পর উরি ফাইন্যান্সিয়াল গ্রুপের সাথে একীভূত হয়। বর্তমানে উরি ব্যাংক-এর বিশ্বব্যাপী ২৬টি দেশে ৫৩টি নেটওয়ার্ক-এ প্রায় ৮৭৭টি শাখা রয়েছে। ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২২,৩৭৭ জন ও মোট সম্পদের পরিমাণ ২৪০ বিলিয়ন মার্কিন ডলার।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
উরি ব্যাংক বাংলাদেশ (Woori Bank Bangladesh):
উরি ব্যাংক বাংলাদেশ (Woori Bank Bangladesh) ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশে প্রথম কোরিয়ান ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে এবং নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রাখে। ব্যাংকটি ঢাকা, চট্টগ্রাম, উত্তরা, মিরপুর, নারায়ণগঞ্জ, মতিঝিল, কারওয়ান বাজারে শাখা এবং DEPZ ও CEPZ-এ গ্রাহক সেবা কেন্দ্র স্থাপন করে। এই শাখাগুলো আমানত, ঋণ, রেমিট্যান্স, রপ্তানি ও আমদানি সেবা প্রদান করে থাকে।
রপ্তানি উৎপাদনকারী শিল্প কমপ্লেক্স-এ অবস্থিত কোরিয়ান কোম্পানিগুলোকে অন-শোর এবং অফ-শোর উভয় ক্ষেত্রেই বিভিন্ন ধরণের ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি উরি ব্যাংক বাংলাদেশ চাইনিজ এবং জাপানিজ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সেবা প্রদান করে থাকে। তাছাড়া তারা বৃহৎ স্থানীয় কর্পোরেট এবং অন্যান্য বহুজাতিক সংস্থাগুলোকে ব্যাংকিং সেবা প্রদান করে। কর্পোরেট ফাইন্যান্সে বিশেষজ্ঞ কোরিয়ান ব্যাংক হিসেবে উরি ব্যাংক বাংলাদেশ তাদের ক্লায়েন্টদের দ্রুত এবং সুবিধাজনক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
দুই দশকেরও বেশি সময় ধরে তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় বিদেশী ব্যাংক হওয়ার জন্য কাজ করে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে কর্পোরেট এবং ভোক্তা অর্থায়নে বিশেষজ্ঞ এবং উল্লেখযোগ্য সম্পদ পোর্টফোলিও যাদের রয়েছে তাদেরকে সেবা প্রদানের মাধ্যমে। তারা সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম-এর অংশ হিসাবে স্থানীয় সম্প্রদায়ের সহায়তায় তাদের লাভের একটি নির্দিষ্ট অংশ প্রদান করে থাকে। ভবিষ্যতের কর্পোরেট এবং ব্যবসায়িক নেতা তৈরিতে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং নেতৃত্ব তৈরিতে উরি ব্যাংক আন্তঃবিশ্ববিদ্যালয় “আইডিয়া ফেস্ট” প্রোগ্রামের আয়োজন করে। উরি ব্যাংক তাদের ক্লায়েন্টদের সর্বোচ্চ মানের সেবা দেয়ার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
উরি ব্যাংক বাংলাদেশ (Woori Bank Bangladesh), কান্ট্রি অফিস: সুবাস্তু ইমাম স্কয়ার (৪র্থ ও ৫ম ফ্লোর), ৬৫ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২, বাংলাদেশ অথবা ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: +৮৮০ ২২ ২৬৬০১৭৭০-৫
টেলিফোন: +৮৮০ ২ ৮৮১৩২৭০-৩
ফ্যাক্স: +৮৮ ০২ ৮৮১৩২৭৪, ৮৮১৩২৪১
ব্যাংক কোড: ২৫৫
সুইফট: HVBKBDDH
ইমেইল: info@wooribankbd.com
ওয়েবসাইট: www.bd.wooribank.com



উরি ব্যাংক বাংলাদেশ
উরি ব্যাংক