ব্যাংকার

জীবন তরঙ্গঃ ব্যাংক ম্যানেজারের পথ চলা শুরু

ব্যাংকে চাকুরী করলে ম্যানেজার হওয়ার স্বপ্ন-সাধ একটু আধটু সবার মধ্যেই থাকে। প্রচলিত একটা কথা আছে, ‘ব্যাংকে পোষ্ট হলো দু’টো; একটি হলো ম্যানেজার অার অপরটি হলো ক্যাশিয়ার।’ অর্থাৎ গ্রাহকের কাছে এই দু’জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। যা হোক, ম্যানেজার হব এমন একটা ভাবনা চিন্তার ক্ষেত্রে আমিও ব্যতিক্রম ছিলাম না। তবে আমার ম্যানেজার হওয়াটা এতটাই আকস্মিক ছিল যা আমার ধারনা কল্পনার বাইরে ছিল। ম্যানেজারের চেয়ারে বসার দিন সকাল বেলাও জানতামনা যে, বিকেলেই আমি একটি শাখার দায়িত্ব নিতে যাচ্ছি।

১৯৮৩ সালের অক্টোবরের প্রথম সপ্তাহ। আমি অগ্রনী ব্যাংক গৌরনদী শাখার দ্বিতীয় কর্মকর্তা, পদবী অফিসার। বেলা বারোটা সাড়ে বারোটার দিকে বরিশালের জোন প্রধান এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব সজ্জাদুর রহমান শাখায় এলেন। জোন প্রধানগণ সাধারণত: ত্রৈমাসিক শাখা পরিদর্শন করেন। এগুলো জোনাল হেডদের রুটিন জবেরই অংশ। এর বাইরে কোনো জরুরী বিষয় হলেও ওনারা শাখা পরিদর্শনে আসতেন। সজ্জাদুর রহমান সাহেব সিলেটের মানুষ ছিলেন। ফর্সা চেহারা, চমৎকার শশ্রুমন্ডিত মুখমন্ডল- এক কথায় প্রিয়দর্শন একজন মানুষ। এর আগেও তাকে দু’একবার দেখেছি। ব্যক্তিগত আলাপ চারিতার সুযোগ হয়নি কখনও।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

তিনি এসে শাখা ম্যানেজার তালুকদার সাহেবের সাথে কি যেন আলাপ সালাপ করলেন। একটু পরে আমাকে ডাকলেন। বললেন, ‘খলিফা সাহেব আমার সাথে গাড়িতে চলেন; বাটাজোর শাখার চার্জ নিবেন। ‘কিছুটা ভ্যাবাচ্যাকা খেলাম প্রথমে। বললাম, ‘স্যার! মানসিক প্রস্তুতির জন্য একটু সময় পেলে ভাল হতো। ‘বললেন, ‘আরে! চলেন, যেতে যেতে প্রস্তুতি হয়ে যাবে। ‘কি আর করা! মনে মনে খানিকটা ভয় মিশ্রিত আনন্দানুভুতি সৃষ্টি হলো। ভয় এজন্য যে, কর্তৃপক্ষ আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখতে পারবো কিনা। আনন্দের বিষয়টি আগেই বলেছি, একজন ব্যাংকারের জীবনে ম্যানেজার হওয়ার একটা সহজাত আকাঙ্খা থাকে যা আমার মধ্যেও ছিল। এখন এটা বাস্তবায়ন হচ্ছে। গৌরনদী শাখায় বসেই আমার অর্ডার টাইপ হলো, জোনাল হেডের স্বাক্ষর হলো এবং যথারীতি আমি হাতে পেলাম।

জোন প্রধানের গাড়িতেই নতুন শাখায় রওয়ানা হলাম ঘন্টা খানেক বাদে। গাড়িতে বসে উনি বললেন, আজকেই বর্তমান ম্যানেজার সাহেবকে রিলিজ করে দিবেন, কালকে উনি জোনাল অফিসে জয়েন করবেন। নিবন্ধটি আপনি পড়ছেন ব্যাংকিং নিউজ বিডি ডটকম-এ। শেষ পর্যন্ত তাকে পরের দিন রিলিজ করবো এমন একটা অনুমতি আদায় করলাম।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

লেখকঃ নূরুল ইসলাম খলিফা, সাবেক ডিএমডি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সাবেক প্রিন্সিপাল, ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, আলআরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button