বকেয়া ঋণের তথ্য সফটওয়্যারে আপলোডের নির্দেশ
দেশের ব্যাংকগুলোকে খাতভিত্তিক বকেয়া ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণীর তথ্য অন-লাইনে বাংলাদেশ ব্যাংকের ই-মেইলে পাঠানোর পরিবর্তে সফটওয়্যারে আপলোডের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২৭ ডিসেম্বর, ২০২১) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (ডিওএস সার্কুলার লেটার নং-৫৩) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
উক্ত সার্কুলারে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে সংশোধিত ফর্মুলা অনুযায়ী খাতভিত্তিক ঋণ ও অগ্রিম সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণী (ডিবি-৮) ই-মেইলে পাঠানোর বদলে র্যাশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরইটি) এর মাধ্যমে ‘সেক্টর কনসেনট্রেশন সিস্টেম’ সফটওয়্যারে আপলোডের নির্দেশনা প্রদান করা হলো।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, খাতভিত্তিক বকেয়া ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণীতে বকেয়া ঋণের স্থিতি, ঋণ আদায় ও বিতরণের পরিমাণ নিরূপণের ফর্মুলা সংশোধনের পাশাপাশি নতুন ২টি খাত ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, লেদার অ্যান্ড লেদার বেইজড ইন্ডাস্ট্রি অন্তর্ভুক্ত করা হয়।


