বাংলাদেশ ব্যাংক সার্কুলার

বিদেশি মুদ্রায় কেনা ডিজিটাল পণ্য ই-কর্মাসে বিক্রি করা যাবে না

বিদেশি মুদ্রায় কেনা ইলেকট্রনিক্স পণ্য এখন থেকে দেশীয় ই-কর্মাসে বিক্রি করা যাবে না। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিককালে বিদেশ থেকে ডিজিটাল আইটেম দেশে এনে বিক্রি করছে দেশীয় ই-কর্মাস সাইটগুলো। এতে বিদেশে অর্থ চলে যাওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি, ২০২২) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংক ও প্রিন্সিপাল অফিসে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, বিদেশি মুদ্রায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের নামে কেনা ডিজিটাল ডিভাইস দেশীয় ই-কর্মাসে বাংলাদেশি টাকায় বিক্রি করা যাবে না। দেশের ই-কর্মাস ব্যবসায়ীদের এসব পণ্য বিক্রির জন্য প্রদর্শন করার আগে তাদের অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন যথাযথ ভাবে পর্যবেক্ষণ করার জন্য এসিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশানাটি সর্তকতার সঙ্গে মেনে চলার পরামর্শ দেওয়া হলো।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আরও দেখুন:
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার

সার্কুলারে আরও বলা হয়েছে, সাম্প্রতিকালে দেখা যাচ্ছে দেশীয় মূদ্রায় বিক্রির জন্য এসব পণ্য ই-কর্মাস সাইটে প্রদর্শন করা হচ্ছে। যা বৈদেশিক বিনিময়নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিদেশ থেকে লেনদেনের মাধ্যমে রেমিটেন্স সংগ্রহের পরিবর্তে অর্থ বিদেশে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button