বাংলাদেশ ব্যাংক সার্কুলার

আর্থিক প্রতিষ্ঠানসমূহের নগদ রিজার্ভ সংরক্ষণ (CRR) এর হার পুনঃনির্ধারণ

নভেল করোনা ভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানসমূহের নগদ রিজার্ভ সংরক্ষণ (সিআরআর) এর হার পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার ২১ জুন, ২০২০ বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উক্ত সার্কুলারে বাংলাদেশ ব্যাংকের ০৬ নভেম্বর ২০০৩ তারিখের এফআইডি সার্কুলার নং-০৬ এবং ১০ নভেম্বর ২০০৪ তারিখের এফআইডি সার্কুলার নং-০২ এর প্রতি তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানসমূহের নগদ রিজার্ভ সংরক্ষণ (CRR) এর বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে,
ক) মেয়াদী আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহ দ্বিসাপ্তাহিক ভিত্তিতে গড়ে ক্সদনিক ১.৫% হারে সিআরআর সংরক্ষণ করতে পারবে এ শর্তে যে কোন দিনই এই সংরক্ষণের পরিমাণ ১.০০% এর কম হবে না;
খ) মেয়াদী আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের এসএলআর সংরক্ষণের পূর্ববর্তী হার ৫% এবং আমানত গ্রহণ করে না এমন আর্থিক প্রতিষ্ঠানের এসএলআর সংরক্ষণের পূর্ববর্তী হার ২.৫% এ অপরিবর্তিত থাকবে; এবং
গ) সিআরআর এর উক্ত পরিবর্তিত হার ১ জুন ২০২০ তারিখ হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button