মেঘনা ব্যাংক ইন-চার্জ, ইসলামিক ব্যাংকিং (PO-SPO) নিয়োগ বিজ্ঞপ্তি

মেঘনা ব্যাংক ইন-চার্জ, ইসলামিক ব্যাংকিং (PO-SPO) নিয়োগ বিজ্ঞপ্তি – মেঘনা ব্যাংক পিএলসি (Meghna Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির ইসলামিক ব্যাংকিং উইন্ডো-তে “ইন-চার্জ (PO-SPO)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ০৪ অক্টোবর, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ইন-চার্জ
✓ ডিভিশন: ইসলামিক ব্যাংকিং।
✓ জব গ্রেড: প্রিন্সিপাল অফিসার – সিনিয়র প্রিন্সিপাল অফিসার।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, রাজশাহী, সিলেট, ঢাকা (গুলশান, মিরপুর, উত্তরা)।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতকোত্তর/ এমবিএ ডিগ্রী থাকতে হবে।
✓ ইসলামী ব্যাংকিংয়ে ন্যূনতম ০৬-১০ অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে বিনিয়োগ ব্যাংকিংয়ে ০১-০৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
✓ ইসলামিক ব্যাংকিংয়ে ডিপ্লোমা এবং প্রাসঙ্গিক CIPA, CSAA পেশাদার ডিগ্রি অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচিত হবে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলিঃ
✓ বয়স: ৩৫ থেকে ৪৫ বছর।
✓ অভিজ্ঞতা এবং যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হতে পারে।
✓ ইসলামী ব্যাংকিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
✓ ব্যাংকিং আইন, বিধিমালা এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
✓ ভালো যোগাযোগ, নেতৃত্ব এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
✓ নিবেদিতপ্রাণ, স্ব-প্রণোদিত, ক্যারিয়ার কেন্দ্রিক এবং ফলাফল-ভিত্তিক হতে হবে।
✓ ভালো কম্পিউটার দক্ষতা থাকতে হবে (এমএস অফিস, এক্সেল/ ই-মেইল হ্যান্ডলিং ইত্যাদি)।
বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ পদের ধরণ ও যোগ্যতা অনুযায়ী আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন ও ভাতা।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। মেঘনা ব্যাংক পিএলসি কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে
আবেদনের শেষ তারিখঃ
✓ ০৪ অক্টোবর, ২০২৫।
সোর্সঃ বিডি জবস
About Meghna Bank PLC:
Meghna Bank PLC is a renowned fourth generation scheduled private commercial bank established as a public limited company in Bangladesh on March 2013 holding a license from Bangladesh Bank by entrepreneur H.N. Ashequr Rahman (Chairman). It is headquartered in Suvastu Imam Square (level 3 & 6) 65, Gulshan Avenue (Gulshan-1) Dhaka-1212, Bangladesh. The Bank commenced its operation from May 09, 2013 with a vision of “To be recognized as an essential institution for the unbanked through zealous participation in the financial inclusion process. Meghna Bank’s Pay-Off line “Together We Sail” exemplifies our commitment to contribute building up an enlightened and prosperous nation.
The bank currently operates 51 Branches, 10 Islamic Banking Windows, 18 Agent Banking Outlets, 24/7 Internet Banking and 18 own ATM Booths strategically located across the country. In February 2020, Meghna Bank obtained permission to operate an Islamic Banking Unit, and in October 2020, it established an Off-shore Banking Unit (OBU) for foreign currency services. The bank also has subsidiary investments in Meghna Bank Securities Limited. The bank provides a wide range of services catering to different industries, such as RMG and Textiles, Food and agro business, Infrastructure and Energy, Technology Financing, and more. Deposits, loans, and credit card services for different consumer segments are classified according to different needs and preferences.
| ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
মেঘনা ব্যাংক পিএলসি (Meghna Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ২১ এপ্রিল, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। মেঘনা ব্যাংক পিএলসি ২০ মার্চ, ২০১৩ তারিখে ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় পাবলিক লিমিটেড কোম্পানীতে নিবন্ধিত হয় এবং একই বছরের মার্চ মাসের ২৮ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। ব্যাংকটি ২০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,৪৩৩ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়ায় উদ্যোগী অংশগ্রহণের মাধ্যমে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দেয়ার ভিশন নিয়ে একটি অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সালের ০৯ মে থেকে আনুষ্ঠানিকভাবে তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
বর্তমানে সারা দেশে ব্যাংকটির ৫১টি শাখা, ১০টি ইসলামী ব্যাংকিং উইন্ডো, ১৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২৪/৭ ইন্টারনেট ব্যাংকিং এবং ১৮টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং, কনজ্যুমার ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম সেবা এবং এজেন্ট ব্যাংকিং সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। মেঘনা ব্যাংক পিএলসি “Together We Sail (সর্বক্ষন সহযাত্রী)” এই স্লোগানকে সামনে রেখে একটি আলোকিত এবং সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়ে তার ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ব্যাংকটির পরিচালনা ভার ১৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত। এইচ এন আশিকুর রহমান ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।






