সাম্প্রতিক ব্যাংক নিউজ

​​​​​ইসলামী ব্যাংকের দক্ষতা মূল্যায়ন পরীক্ষা: একটি পর্যালোচনা

ইসলামী ব্যাংকের দক্ষতা মূল্যায়ন পরীক্ষা: একটি পর্যালোচনা – বাংলাদেশের অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত। দীর্ঘ পথচলায় এই ব্যাংক দেশের উন্নয়ন, শিল্পায়ন ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। তবে বিগত আওয়ামী সরকারের আমলে, ব্যাংকটির অভ্যন্তরে গুরুতর অনিয়ম সংঘটিত হয়। এস আলম গ্রুপ সরকারের প্রত্যক্ষ সহায়তায় বিপুল সংখ্যক অযোগ্য ব্যক্তিকে পরীক্ষা ছাড়াই নিয়োগ প্রদান করে, যা ব্যাংকের ভাবমূর্তি ও সুদীর্ঘকালের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

এমন অনেক ব্যক্তি, যাদের শিক্ষাগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ এবং কারও কারও ক্ষেত্রে জাল সনদের অভিযোগও শোনা যায়। ব্যাংকের মতো চ্যালেঞ্জিং ও দায়িত্বশীল প্রতিষ্ঠানে কিভাবে তারা প্রবেশের সুযোগ পান। তাদের পেশাগত ব্যাকগ্রাউন্ড ব্যাংকিংয়ের সঙ্গে একেবারেই অসঙ্গত—কারও অভিজ্ঞতা ছিল গার্মেন্টস শ্রমিক হিসেবে, কেউ বিকাশ এজেন্ট, কেউবা সেলসম্যান কিংবা হোটেল বয়ের কাজ করেছেন। ব্যাংকে প্রবেশ করার পর অনেকে প্রতিষ্ঠানটিকে যেন নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে দায়িত্বশীলতার পরিবর্তে ঔ’দ্ধত্তপূর্ণ আচরণ প্রদর্শন করেন।

তবুও, সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মানবিক ও ন্যায়সঙ্গত নীতি অবলম্বন করেছে। কঠোর নির্দেশনা ছিল—যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে, তাদের প্রতি যেন কোনো রকম অবিচার বা অসৌজন্যমূলক আচরণ না করা হয়। অথচ চাইলে ব্যাংক তাদের অবৈধ ও পরীক্ষা-বিহীন নিয়োগ সরাসরি বাতিল করতে পারতো। কিন্তু প্রতিষ্ঠানটি তা করেনি; বরং সহমর্মিতা প্রদর্শন করে দক্ষতা মূল্যায়নের মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই করার সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগ প্রকৃতপক্ষে তাদের জন্য ছিল এক আশীর্বাদস্বরূপ সুযোগ—নিজেদের বৈধতা প্রমাণ করে সম্মানের সঙ্গে ব্যাংকে থেকে যাওয়ার এক সুবর্ণ পথ।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, অনেকেই সেই সুযোগ গ্রহণ না করে ভিন্ন পথে হাঁটলেন। তারা পরীক্ষার মাধ্যমে দক্ষতা প্রমাণের পরিবর্তে আন্দোলন, বিক্ষোভ ও উস্কানিমূলক বক্তব্য প্রদানে মনোযোগ দিলেন। এমনকি ব্যাংক কর্তৃপক্ষকে নিয়ে অসভ্য ও অপেশাদার মন্তব্য করতেও বিরত থাকলেন না। এসব কর্মকাণ্ড শুধু ব্যাংকের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেনি, বরং প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করেছে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আজকের বাস্তবতায় ইসলামী ব্যাংকের এ ধরনের সাহসী, সময়োপযোগী ও ন্যায়সংগত উদ্যোগ প্রশংসার দাবিদার। দক্ষতা মূল্যায়ন পরীক্ষা শুধু প্রতিষ্ঠানকেই রক্ষা করবে না, বরং প্রকৃত যোগ্য কর্মীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে এবং ব্যাংককে তার ঐতিহ্য অনুযায়ী স্থিতিশীল, শক্তিশালী ও বিশ্বস্ত করে তুলবে।

লেখক: মোঃ হুমায়ুন কবির, ব্যাংকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button