সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট গঠন

সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট গঠন – বাংলাদেশ ব্যাংকের RBS বাস্তবায়ন সংক্রান্ত নীতি নির্ধারণ, আন্তঃবিভাগীয় সমন্বয়, কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন পর্যায়ে সক্ষমতা উন্নয়ন এবং সুপারভাইজরি পলিসি প্রণয়নসহ সুপারভিশন কার্যক্রমের আধুনিকায়নে সার্বিক দিকনির্দেশনা প্রদান করার জন্য সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে।
রোববার (০৩ আগস্ট, ২০২৫) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (এসপিসিডি সার্কুলার নং-০১) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আরও দেখুন:
◾ আমানত ও সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য একটি কার্যকর ঝুঁকিনির্ভর তদারকি ব্যবস্থা বা Risk Based Supervision (RBS) প্রবর্তন ও তা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং আর্থিক ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানদন্ডের সাথে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট (Supervisory Policy and Coordination Department) নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংকের RBS বাস্তবায়ন সংক্রান্ত নীতি নির্ধারণ, আন্তঃবিভাগীয় সমন্বয়, কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন পর্যায়ে সক্ষমতা উন্নয়ন এবং সুপারভাইজরি পলিসি প্রণয়নসহ সুপারভিশন কার্যক্রমের আধুনিকায়নে সার্বিক দিকনির্দেশনা প্রদান করবে। আর্থিক খাতের সুদূরপ্রসারী সংস্কার কর্মসূচি বাস্তবায়নে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত সার্কুলারে আরও বলা হয়েছে, Risk Based Supervision (RBS) সম্পর্কিত যাবতীয় যোগাযোগ সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট (Supervisory Policy and Coordination Department) এর সাথে সম্পাদন করার জন্য সকল তফসিলি ব্যাংক ও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হলো। সকলের অবগতির জন্য বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটি জারি করেছে।


