সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানিতে নগদ সহায়তা
কোনো সমিতির সদস্য না হলেও সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) রফতানির বিপরীতে নগদ সহায়তা পাওয়া যাবে। শুধু সেবা রপ্তানি হলেই তার বিপরীতে নগদ সহায়তা মিলবে।
সোমবার (১১ এপ্রিল, ২০২২) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বিএসিসিও) সদস্য ও অসদস্য সবাই বিদ্যমান ব্যবস্থায় আইটিইএস সেবা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাবেন।
সার্কুলারে আরো বলা হয়েছে, এই সংক্রান্ত আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংক সার্কুলার
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এর আগে পাঁচ হাজার ডলার পর্যন্ত সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) রফতানি আয়ের ক্ষেত্রে নগদ সহায়তা পাওয়া সহজ করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নগদ সহায়তা পেতে টেলিট্রান্সফার (টিটি) বার্তা অনুযায়ী আমদানিসংশ্লিষ্ট তথ্যসূত্রের প্রয়োজন পড়ে না।


