ব্যাংক হিসাবে আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) কর্তনের হার-২০২৫

ব্যাংক হিসাবে আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) কর্তনের হার – জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সার্কুলার অনুযায়ী, প্রতি বছর ব্যাংক গ্রাহকের প্রতিটি অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্সের ওপর আলাদাভাবে আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) প্রযোজ্য। এই শুল্ক সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, লোন/ বিনিয়োগ, এফডিআর, ডিপিএস এবং ক্রেডিট কার্ডসহ গ্রাহকের প্রতিটি অ্যাকাউন্টের ক্ষেত্রে কাটা হয়। উদাহরণস্বরূপ, যদি ব্যাংকে কোনো গ্রাহকের একটি করে সেভিংস অ্যাকাউন্ট, লোন/ বিনিয়োগ, এফডিআর এবং ডিপিএস থাকে, তবে তাকে এই ৪টি অ্যাকাউন্টের (সেভিংস, লোন/ বিনিয়োগ, এফডিআর, ডিপিএস) ব্যালেন্সের ওপরই আলাদাভাবে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক দিতে হবে।
ব্যাংকের চলতি হিসাব বা সঞ্চয়ী হিসাবে টাকা একটি নির্দিষ্ট সীমা (সরকারীভাবে নির্ধারিত) পর্যন্ত গেলেই বছরে একবার নির্দিষ্ট পরিমাণ টাকা আবগারি শুল্ক হিসাবে কাটা হয়। এটি ১৯৪৭ সাল হতে প্রযোজ্য আছে। এটি নিয়মিত ভাবে ২/৩ বছর পর পর পরিবর্তন করা হয়। সর্বশেষ এটি নির্ধারন করা হয় ২০২৫ সালে।
আরও দেখুন:
◾ ব্যাংক হিসাব সংক্রান্ত বিভিন্ন লেখা
প্রযোজ্য আবগারি শুল্কের পরিমাণ
সারা বছর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ৩,০০,০০০ টাকা এর নিচে থাকে তাহলে কোন আবগারী শুল্ক দিতে হবে না। আর এই আবগারী কর বা শুল্ক প্রতি বছর একবারই কাটা হবে (৩১ ডিসেম্বর বা ০১ জানুয়ারি)। নিম্নে অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী প্রযোজ্য এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্কের (মিনিস্ট্রি অব ফাইন্যান্স, এসআরও নং-১৫৯-আইন/২০২৫/২৮৭-আবগারি, তারিখঃ ২৭.০৫.২০২৫) পরিমাণ তুলে ধরা হলো-
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
| বছরের যে কোনো সময়ে অ্যাকাউন্ট ব্যালেন্স (ডেবিট/ ক্রেডিট ব্যালেন্স) | আবগারি শুল্কের পরিমাণ |
| ১ টাকা থেকে ৩,০০,০০০ টাকা | শুন্য |
| ৩,০০,০০১ টাকা থেকে ৫,০০,০০০ টাকা | ১৫০ টাকা |
| ৫,০০,০০১ টাকা থেকে ১০,০০,০০০ টাকা | ৫০০ টাকা |
| ১০,০০,০০১ টাকা থেকে ৫০,০০,০০০ টাকা | ৩,০০০ টাকা |
| ৫০,০০,০০১ টাকা থেকে ১,০০,০০,০০০ টাকা | ৫,০০০ টাকা |
| ১,০০,০০,০০১ টাকা থেকে ২,০০,০০,০০০ টাকা | ১০,০০০ টাকা |
| ২,০০,০০,০০১ টাকা থেকে ৫,০০,০০,০০০ টাকা | ২০,০০০ টাকা |
| ৫,০০,০০,০০০ টাকার বেশি | ৫০,০০০ টাকা |
বিশেষ দ্রষ্টব্যঃ
অনুগ্রহ করে মনে রাখবেন যে, উল্লিখিত স্ল্যাব অনুযায়ী আপনার অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের ব্যালেন্সের ভিত্তিতে প্রতি বছর সরকারি আবগারি শুল্ক কাটা হবে। এটি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বা ক্রেডিট বছরের যে কোনো দিনে থাকা সর্বোচ্চ বকেয়া ব্যালেন্সের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। একইভাবে কার্ডের ক্ষেত্রেও সর্বোচ্চ বকেয়ার উপর শুল্ক প্রযোজ্য হবে। যদি কোনো অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড উক্ত বকেয়া শেষ হওয়ার পূর্বেই বন্ধ করা হয়, তবে বন্ধের সময়ই প্রযোজ্য আবগারি শুল্ক কেটে নেওয়া হবে।



ব্যাংক হিসাবে আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) কর্তনের হার
ব্যাংক হিসাবে আবগারি শুল্ক কর্তনের হার
ব্যাংক হিসাবে এক্সাইজ ডিউটি কর্তনের হার
আবগারি শুল্ক কর্তনের হার
এক্সাইজ ডিউটি কর্তনের হার