রফতানি ডকুমেন্ট সরাসরি বিদেশে পাঠানোর সুযোগ
দেশের বাইরে রফতানি ডকুমেন্ট সরাসরি পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রফতানিকারক নিজেই নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেল ব্যবহার করে রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন।
আজ রোববার (০৩ অক্টোবর, ২০২১) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (এফই সার্কুলার নং-৩২) জারি করে বাংলাদেশে কার্যরত বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে।
আরও দেখুন:
◾ ব্যাংকের পরিচালনা পর্ষদে সাবেক ব্যাংকাররা
উক্ত সার্কুলারে বলা হয়েছে, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রফতানিকারকরা সরাসরি রফতানি ডকুমেন্ট পাঠাতে পারবে। তবে কয়েকটি শর্ত মানতে হবে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
শর্তগুলোর মধ্যে মূল পরিবহণ দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পণ্যের রফতানি আয় দেশে আসার পর উক্ত মূল পরিবহণ দলিল এনডোর্স করা যাবে।
জানা যায়, বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী ১৪ দিনের মধ্যে রফতানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ ছিলো। এই সার্কুলারের মাধ্যমে তা উঠে যাচ্ছে।


