ব্যাংক হিসাবসিটি ব্যাংক পিএলসি
সিটি ব্যাংক ছাত্র সঞ্চয়ী হিসাব (স্কুল প্ল্যান)

ছাত্র সঞ্চয়ী হিসাব (স্কুল প্ল্যান) বিশেষভাবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে।
Eligibility (নির্বাচিত হইবার যোগ্যতা)
• বয়স: ১৮ বছরের কম হতে হবে;
• জাতীয়তা: বাংলাদেশী হতে হবে।
Documents Required (প্রয়োজনীয় কাগজাদি)
• জন্ম সনদ;
• স্টুডেন্ট আইডি বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যয়ণ।
Features (বৈশিষ্ট্য)
• কোন হিসাব রক্ষণাবেক্ষণ ফি নেই;
• কোন নূন্যতম ব্যালেন্স প্রয়োজন নেই;
• ফ্রি পাসপোর্ট অনুমোদন;
• ফ্রি এসএমএস এলার্ট;
• দৈনিক স্থিতির উপর সুদ প্রদান।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
Interest Rate (সুদের হার)
• ৪.৫০%


