সাম্প্রতিক ব্যাংক নিউজ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ – পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অবৈধভাবে অপসারণ করা ৫৪৭ জন কর্মকর্তাকে তাদের নিজ নিজ পদে পুনর্বহালের ব্যবস্থা দ্রুত গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আদালত এ বিষয়ে রুলও জারি করেছে।

রোববার (২৪ আগস্ট, ২০২৫) রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

আদালতে জানানো হয়, ২০২৫ সালের ২০ জুলাই আকস্মিকভাবে এসব কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা অভিযোগ করেছেন, চাকরিচ্যুতির জন্য কোনও যৌক্তিক কারণ বা অভিযোগ তোলো হয়নি এবং পদোন্নতির সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের সার্কুলারের প্রেক্ষিতে এ ধরনের চাকরিচ্যুতি বেআইনি।

রিটকারীরা জানান, তাদের অবৈধ বরখাস্তের ফলে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তীব্র আর্থিক সংকট সৃষ্টি হয়েছে এবং অনেকেরই বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button