ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট লিস্ট (AIBB)

ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট লিস্ট (AIBB) – ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (AIBB)-এর নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। যেটি ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে কার্যকর হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।
ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন-এ আবারো কিছু সাবজেক্টে পরিবর্তন আনা হয়েছে। যেটি ৬ষ্ট ব্যাংকিং প্রফেশনাল এক্সাম থেকে কার্যকর হচ্ছে। নিম্নে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB)-এর সাবজেক্ট/ বিষয় তালিকা তুলে ধরা হলো-
Subject List of JAIBB (JAIBB-এর বিষয় তালিকা)
অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB)-এর সাবজেক্ট বা বিষয়গুলো হলো-
| কোড | সাবজেক্ট |
| ২০১ | Risk Management in Financial Institutions (RMFI) – রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (RMFI) |
| ২০২ | Credit Operations and Management (COM) – ক্রেডিট অপারেশন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (COM) |
| ২০৩ | Trade Finance and Foreign Exchange (TFFE) – ট্রেড ফিন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ (TFFE) |
| ২০৪ | Information and Communication Technology in Financial Institutions (ICTFI) – ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (ICTFI) |
| ২০৫ | Governance in Financial Institutions (GFI) – গভর্নেন্স ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স |
| AIBB (ঐচ্ছিক) | |
| ২০৬ | Treasury Management in Financial Institutions (TMFI) – ট্রেজারী ম্যানেজমেন্ট ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (TMFI) |
| ২০৭ | Financial Crime and Compliance (FCC) – ফিন্যান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লায়েন্স (FCC) |
| ২০৮ | Agriculture & Microfinance (AM) – এগ্রিকালচার অ্যান্ড মাইক্রোফিন্যান্স (AM) |
| ২০৯ | Marketing and Branding in Financial Services (MBFS) – মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ইন ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MBFS) |
| ২১০ | Sustainable Finance (SF) – সাসটেইনেবল ফিন্যান্স (SF) |
| ২১১ | Shariah-Based Banking (SBB) – শরিয়াহ–বেসড ব্যাংকিং (SBB) |
| ২১২ | Investment Banking (IB) – ইনভেস্টমেন্ট ব্যাংকিং (IB) |
আরও দেখুন:
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE):
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) ব্যাংক ও আর্থিক খাতের প্রফেশনাল/ পেশাদারদের জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা মূল্যায়ন করার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) দুই ভাগে বিভক্ত: জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারের অগ্রগতির জন্য এই পরীক্ষাগুলো পাস করা অপরিহার্য, কারণ এই এক্সামগুলো (JAIBB, AIBB) পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকিং অপারেশন, আর্থিক নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো বোঝা এবং জানার সুযোগ দেয়। সাধারণত বছরে দুইবার (জুন ও নভেম্বর) IBB কর্তৃক বিভাগীয় কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে নতুন এই সিলেবাস কার্যকর করা হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।
আরও দেখুন:
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
◾ সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী


ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট লিস্ট
ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট
ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট লিস্ট (AIBB)