ব্যাংক জব সার্কুলার

ইসলামী ব্যাংক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নিয়োগ বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নিয়োগ বিজ্ঞপ্তি – কল্যাণমুখী ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণে অনন্য সাধারণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশের অসংখ্য সম্মানসূচক পুরস্কার প্রান্ত, পৃথিবীর শীর্ষস্থানীয় ১০০০ ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র নির্বাচিত ব্যাংক এবং সারাদেশে বিস্তৃত ৪০০টি অনলাইন শাখা সমৃদ্ধ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম ইসলামী শরীআহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) – Islami Bank Bangladesh PLC (IBBPLC) “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যে কোনো পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেনি গ্রহণযোগ্য নয়।
✓ এসএসসি ও এইচএসসি বা সমমানের ক্ষেত্রে জিপিএ ২.০০ এবং অনার্স, ডিগ্রি (পাস) এবং মাস্টার্স বা সমমানের ক্ষেত্রে সিজিপিএ ২.২৫ (৪ স্কেলের মধ্যে) অথবা সিজিপিএ ২.৮১৩ (৫ স্কেলের মধ্যে) এর নিচে থাকলে তা তৃতীয় বিভাগ বা শ্রেনি হিসেবে গণ্য হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বয়স: ২২ – ৩২ বছর হতে হবে।
✓ প্রার্থীদের বয়সের প্রমাণ হিসাবে এসএসসি/ সমমানের পরীক্ষার মূল সার্টিফিকেট এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না।
✓ প্রার্থীদের মৌখিক এবং লিখিত উভয় ক্ষেত্রেই শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ দুর্দান্ত আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
✓ এমএস অফিস, এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এ ভাল অপারেশন দক্ষতা থাকতে হবে।
✓ আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে।
✓ প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকুরি করার মানসিকতা থাকতে হবে।
✓ চাকরিরত প্রার্থীদের অবশ্যই উপযুক্ত চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে।
✓ অসম্পূর্ণ/ ভুল তথ্যসম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
✓ প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ই-মেইল এবং মোবাইল নম্বর থাকতে হবে।
✓ নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের জন্য ব্যাংকে সেবাদানের জন্য একটি সিউরিটি বন্ড সই করতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ নির্বাচিত প্রার্থীদের প্রবেশন পিরিয়ডে সর্বসাকুল্যে মাসিক বেতন- ২৬,০০০/- টাকা হবে।
✓ প্রবেশন পিরিয়ড সফলভাবে সম্পন্ন করার পরে “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)” হিসেবে ব্যাংকের নিয়মিত বেতন স্কেলের জন্য যোগ্য হবেন।

সিলেকশন পদ্ধতিঃ
✓ শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
✓ সকল প্রকার যোগাযোগ ই-মেইল/ এসএমএস এর মাধ্যমে করা হবে।
✓ অ্যাপিয়ার্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়।
✓ লিখিত এবং ভাইভা পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কোনো TA বা DA প্রদান করা হবে না।
✓ নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
✓ কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে যে কোনো পর্যায়ে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আবেদন পদ্ধতি
যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট (career.islamibankbd.com) এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (JPG, maximum size 100 KB) ও স্বাক্ষর (JPG, maximum size 50 KB), আপলোড করার মাধ্যমে আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। কোনো অবস্থাতেই সরাসরি হাতে হাতে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৬ অক্টোবর, ২০২৫।

সোর্সঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

About Islami Bank Bangladesh PLC:

Islami Bank Bangladesh PLC (IBBPLC) – ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) is the largest commercial bank of Bangladesh. It is the first Shariah-based Islamic bank in South-East Asia established in March 1983. The Bank is a joint venture Public Limited Company with majority shareholding by foreign institutions and enlisted with Dhaka & Chattogram stock exchanges. With 400 branches, 237 sub-branch & 2722 Agent Banking Outlets, the Bank possesses the largest branch network among the private sector banks in Bangladesh. It renders general banking, commercial investment and foreign exchange services with substantial CSR activities. Besides, the Bank is a global pioneer in and largest operator of Islamic microfinance.

To establish Islamic Banking through the introduction of a welfare oriented banking system and also ensure equity and justice in the field of all economic activities, achieve balanced growth and equitable development through diversified investment operations particularly in the priority sectors and least developed areas of the country. To encourage socio-economic upliftment and financial services to the loss-income community particularly in the rural areas.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

কল্যাণমুখী ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণে অনন্য সাধারণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশের অসংখ্য সম্মানসূচক পুরস্কার প্রান্ত, পৃথিবীর শীর্ষস্থানীয় ১০০০ ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র নির্বাচিত ব্যাংক এবং সারাদেশে বিস্তৃত ৪০০টি অনলাইন শাখা সমৃদ্ধ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংক এবং দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) – (Islami Bank Bangladesh PLC (IBBPLC)। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ার ৪০, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ এ অবস্থিত।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক যার ৩৬.৯১% স্থানীয় এবং ৬৩.০৯% বিদেশি বিনিয়োগ রয়েছে। ব্যাংকটি ১৬টি জোন, ৪০০টি শাখা, ২৩৭টি উপশাখা, ৭৬টি এডি শাখা, ৮টি কর্পোরেট শাখা, ৩টি অফশোর ব্যাংকিং ইউনিট, ২৯৬৮টি এটিএম/ সিআরএম বুথ, ২৭২২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ২০,৮৭৮ জনের বিশাল কর্মী বাহিনী নিয়ে দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতে দেশের সবচেয়ে লাভজনক ব্যাংক। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ২০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ১৬,৬৩৬.২৮ মিলিয়ন টাকা। যুক্তরাজ্য ভিত্তিক শতাব্দী পুরাতন অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ এ প্রকাশিত প্রতিবেদনে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button