অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)-এর আওতায় এখন থেকে সহজেই অনলাইনে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা।
আজ সোমবার (১৭ মে, ২০২১) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (এফই সার্কুলার লেটার নং-১১) জারি করে বাংলাদেশে কার্যরত বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়/ প্রিন্সিপাল অফিস এর প্রধান কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনার আওতায় বিদেশি বিনিয়োগকারীরা অনলাইনে টাকা ও ডলারে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর মধ্যে অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বাংলাদেশ হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগকারীরা ডলারে এবং দেশের অন্যান্য জায়গায় বিনিয়োগকারীরা টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন।
গ্রাহক বা হিসাব পরিচালনাকারীর নমুনা স্বাক্ষর অনলাইনে ভেরিফায়েড চ্যানেলের মাধ্যমে গ্রহণ করা যাবে। এসব অস্থায়ী অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান যে নির্দেশনা রয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তা পরিপালন করতে হবে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আরও দেখুন:
◾ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি
◾ করোনায় ব্যাংকারদের ঝুঁকি ভাতা সময়ের দাবি
◾ নিয়ন্ত্রক সংস্থার প্রতি ব্যাংকারদের আরও কিছু দাবি
◾ ৯ দিনে এলো রেকর্ড ৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স
◾ মোবাইল ব্যাংকিং: গ্রাহকের হিসাবের অর্থ ব্যবহার করা যাবে না


