ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

ইসলামী ব্যাংকের ‘AAA’ ক্রেডিট রেটিং অর্জন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রথম ‘AAA’ রেটেড দেশীয় বেসরকারি ব্যাংক। আবারও ‘AAA’ রেটেড দেশীয় বেসরকারী ব্যাংক হওয়ার গৌরব অর্জন করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০১৯ শেষ হওয়া বছরের জন্য আর্থিক বিবরণীর ভিত্তিতে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে দীর্ঘমেয়াদে ‘AAA’ (ট্রিপল এ) রেটিং এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং প্রদান করেছে।

‘AAA’ (ট্রিপল এ) রেটিং দীর্ঘমেয়াদের জন্য অত্যন্ত শক্তিশালী সক্ষমতার নির্দেশক। স্বল্পমেয়াদের জন্য ‘এসটি-১’ রেটিং সময়মত দায়-দেনা পরিশোধের ব্যাপারে উচ্চতর সক্ষমতার নির্দেশক।

সারভিল্যান্স রেটিং বিবরণ
বছর২০১৯ বছর২০১৮
দীর্ঘমেয়াদীঃ
AAA
দীর্ঘমেয়াদীঃ
AAA
‘AAA’ (ট্রিপল এ) রেটিং দীর্ঘমেয়াদের জন্য অত্যন্ত শক্তিশালী সক্ষমতার নির্দেশক।
স্বল্পমেয়াদীঃ
ST-1
স্বল্পমেয়াদীঃ
ST-1
স্বল্পমেয়াদের জন্য এসটিরেটিং সময়মত দায়দেনা পরিশোধের ব্যাপারে উচ্চতর সক্ষমতার নির্দেশক।
আউটলুকস্থিতিশীল
ঘোষণার তারিখঃজুলাই ১৬, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button