ব্যাংকের বৃহদাঙ্ক ঋণ সম্পর্কিত বিবরণী দাখিল
তফসিলি ব্যাংকগুলোর বৃহদাঙ্ক ঋণ সম্পর্কিত বিবরণী (Form L) দাখিল সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৩০ মার্চ, ২০২২) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (ডিওএস সার্কুলার নং-০১) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
উক্ত সার্কুলারে শিরোনামোক্ত বিষয়ে ১২ মার্চ, ২০১৩ তারিখের ডিওএস সার্কুলার নং-০১ ও ৩ আগস্ট, ২০১৪ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং ২৩ এবং ১৬ জানুয়ারি, ২০১৪ তারিখের বিআরপিডি সার্কুলার নং-০২ ও ১৬ জানুয়ারি, ২০২২ তারিখের বিআরপিডি সার্কুলার নং-০১-এর প্রতি ব্যাংকগুলোকে দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, উল্লিখিত ডিওএস সার্কুলারদ্বয়ের নির্দেশনার আলোকে তফসিলি ব্যাংকসমূহ নির্ধারিত বিবরণী মোতাবেক বৃহদাঙ্ক ঋণ সংক্রান্ত তথ্য দাখিল করছে। ইত্যবসরে, এ সংক্রান্ত নীতিমালা পরিমার্জন করে উল্লিখিত বিআরপিডি সার্কুলার নং-০১/২০২২ জারি করা হয়েছে। পরিমার্জিত নীতিমালার আলোকে বৃহদাঙ্ক ঋণ বিবরণীতে (Form L) প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে।
এমতাবস্থায়, নতুনভাবে প্রণীত Form L মোতাবেক প্রতি মাসের বৃহদাঙ্ক ঋণের বিবরণীর সফটকপি ও হার্ডকপি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার এতদসংশ্লিষ্ট কার্যবিবরণী ও Internal Credit Risk Rating System গাইডলাইন্স-এ সংযুক্ত Detailed Management Report (Annexure-1)-এর হার্ডকপি সংশ্লিষ্ট মাস শেষে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এ বিভাগে দাখিল করার জন্য তফসিলি ব্যাংকসমূহকে নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এক্ষেত্রে শূন্য বিবরণী দাখিলের ক্ষেত্রে Form L-এর Loan Overview of the Bank, Sector-wise Loan and Large Loan Concentration ও Nonconforming Exposure সংক্রান্ত ছক পূরণ করে দাখিল করতে হবে।
এতদবিষয়ে ইতঃপূর্বে জারিকৃত সকল ডিওএস সার্কুলারের নির্দেশনা বাতিল করা হয়েছে। এই নির্দেশনা এপ্রিল ২০২২ ভিত্তিক ও পরবর্তী সময়ে বৃহদাঙ্ক ঋণ সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে কার্যকর হবে।
আরও দেখুন:
◾ পবিত্র রমজান মাসে ব্যাংক লেনদেনের সময়সূচী
উক্ত সার্কুলারে আরো বলা হয়েছে, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় বাংলাদেশ ব্যাংককে প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হলো।


