ব্যাংকার
ডাক্তার ও ব্যাংকার (রম্য গল্প)
এক ব্যাংকার গেছেন ডাক্তারের কাছে। ঐ ডাক্তার আবার গ্যারান্টি দিয়ে রোগের চিকিৎসা করেন। ব্যবস্থাপত্র দেয়ার পর যথারীতি ফি দেয়ার পালা। কিন্তু ব্যাংকারের কাছে নগদ টাকা নেই। তিনি ইতস্তত করে বললেন, ডাক্তার সাহেব আমার কাছে তো ক্যাশ টাকা নেই। চেক আছে। কিছু মনে করবেন না আপনার ফি-টা চেকে পেমেন্ট করি?
ডাক্তার মৃদু হেসে বললেন, চেকে তো পেমেন্ট নেই না। নেই যখন কী আর করা! দেন। আপনারা ব্যাংকার মানুষ! পকেটে চেকই তো থাকার কথা!
সপ্তাহ খানেক পরে ডাক্তারের সঙ্গে ব্যাংকারের দেখা। ডাক্তার রাগী গলায় বললেন, ‘আপনি যে চেকটা দিয়ে এসেছিলেন, সেটা তো ব্যাংক থেকে ফেরত এসেছে। আশ্চর্য! আপনাদের চেকও ফেরত আসে!
ব্যাংকার ভদ্রলোকও সাথে সাথে বললেন, ‘আপনি কদিন আগে যে রোগের চিকিৎসা করলেন, সেটাও তো ফেরত এসেছে!’
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কার্টেসিঃ এ.এস. রিপন




