সাম্প্রতিক ব্যাংক নিউজ

ব্র্যাক ব্যাংকের ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ কার্যক্রম

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গায় গবাদিপশু খামারি ও ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট সচেতনতা কার্যক্রম আয়োজন করেছে। ঈদুল আজহায় গরুর হাটে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে খামারি ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল এই কর্মসূচির লক্ষ্য।

সাধারণত নগদ লেনদেনে ক্রেতা ও বিক্রেতাদের নানান ঝুঁকি, টাকা চুরি বা হারানোর সম্ভাবনা, জাল নোটের ব্যবহার এবং অন্যান্য দুর্ঘটনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়ে থাকে।

‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক খামারি ও ব্যবসায়ীদেরকে পেমেন্টের ক্ষেত্রে নিরাপদ, সুরক্ষিত এবং সুবিধাজনক ডিজিটাল পদ্ধতি ব্যবহারের উৎসাহিত করছে। পিওএস, অ্যাপ, কিউআর কোড, এমএফএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করলে প্রতারকদের কাছে টাকা খোয়ানো এবং জাল নোটের ঝুঁকি দূর হবে।

গত ৮ জুন লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গরুর হাটে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ভিসা এবং মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ জিয়াউল হক, জয়েন্ট ডিরেক্টর জুলেখা নুসরাত, ও ডেপুটি ডিরেক্টর হাসনাত আহসান; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেন এবং ব্যাংক এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট – অল্টারনেট ডেলিভারি চ্যানেল কামরুল ইসলাম।

আরও দেখুন:
◾ সুনামগঞ্জে ১৩ ঘণ্টা সংগ্রামের পর ব্যাংক কর্মকর্তা উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button