ব্যাংক হিসাবসিটি ব্যাংক পিএলসি

সিটি ব্যাংক আরএফসিডি হিসাব

বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ থেকে ফেরার সময় বিদেশি মুদ্রা দিয়ে একটি RFCD (Resident Foreign Currency Deposit) হিসাব খুলতে পারবেন।

Eligibility (নির্বাচিত হইবার যোগ্যতা)
• বয়স: কমপক্ষে ১৮ বছর হতে হবে;
• জাতীয়তা: বাংলাদেশী হতে হবে।

Features (বৈশিষ্ট্য)
• ইউএসডি, জিবিপি, ইউরো হিসেবে হিসাব খুলুন;
• ঘোষণা ছাড়াই ৫,০০০ মার্কিন ডলার জমা দিতে পারবেন;
• আপনি আপনার City Maxx আমেরিকান এক্সপ্রেস কার্ডটিকে আপনার হিসাবে যোগ করে দ্বৈত মুদ্রা কার্ডে পরিণত করতে পারবেন;
• হিসাবের স্থিতির উপর আন্তর্জাতিক ক্রেডিট কার্ড;
• স্বাধীনভাবে বিদেশে ভ্রমণের সময় অনুমোদন এবং বহন করতে পারবেন;
• স্থানীয় মুদ্রায় ফ্রি রূপান্তরযোগ্য।

Benefits (সুবিধা)
• আন্তর্জাতিক মোবাইল রোমিং বিল পরিশোধ;
• বিদেশে শিশুদের শিক্ষানবিশ ফি এবং থাকা খরচ;
• বিমানের টিকেট ক্রয়;
• বিদেশ থেকে বই কেনা;
• আন্তর্জাতিক সেমিনারে উপস্থিতি ফি পাঠানো;
• আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বিল প্রদান।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button