সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো উন্মোচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো উন্মোচন – নতুন যাত্রার প্রতীক হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর লোগো অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লোগো অনুমোদন হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন এই লোগো ব্যাংকটির ইসলামী মূল্যবোধ, স্বচ্ছতা ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রতিফলন। গ্রাহকদের আস্থা ও সেবার মান আরও বাড়াতে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান পরিচালকরা।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, লোগোর নকশায় ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক দর্শন, আস্থা ও সম্মিলিত অগ্রযাত্রার বার্তা তুলে ধরা হয়েছে। লোগোতে ব্যাংকের প্রতিপাদ্য লিখা হয়েছে, “সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী”। অর্থাৎ ভবিষ্যতে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচনে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।







