সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন সেকান্দার-ই-আজম

সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সেকান্দার-ই-আজম – মোঃ সেকান্দার-ই-আজম সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) যোগদান করেছেন।
সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মোঃ সেকান্দার-ই-আজম ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সিনিয়র অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’তে দায়িত্ব পালন করেছেন। ২৭ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মোঃ সেকান্দার-ই-আজম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লন্ডনের লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম-এ বিএসসি সম্পন্ন করেছেন।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |







