অনলাইনে আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরের সীমা পুনঃনির্ধারণ
অনলাইনে এক ব্যাংক হিসাব হতে অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের সীমা পুনঃনির্ধারণ এবং এনপিএসবি-এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) এর দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা রহিতকরণ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল, ২০২২) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (পিএসডি সার্কুলার লেটার নং ০৩/২০২২) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার
উক্ত সার্কুলারে বলা হয়েছে, ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার করে অনলাইন ব্যাংকিং লেনদেনের মাধ্যমে ই-কমার্সের পণ্য/ সেবার মূল্য পরিশোধ বা আদায় জনসাধারণের নিকট দিন দিন জনপ্রিয় হচ্ছে। ফলে এ ধরণের লেনদেনের পদ্ধতি সহজ ও নিরাপদ করার লক্ষ্যে অনলাইন/ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তরের সীমাও পুনঃনির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এমতাবস্থায়, বাংলাদেশ ব্যাংক পিএসডি সার্কুলার নং ০৫ তারিখঃ ০২ নভেম্বর, ২০০৯ এবং ডিসিএমপিএস সার্কুলার নং ০২ তারিখঃ ২৮ মার্চ, ২০১১ রদপূর্বক দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমূহকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করেছেঃ
ক) অনলাইন/ ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় পণ্য/ সেবার মূল্য পরিশোধ বা আদায় (ই-কমার্সসহ), ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ ইত্যাদি উদ্দেশ্যে এক ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা যাবে;
খ) অনলাইন/ ইন্টারনেটে একই ব্যাংকের এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তরের সর্বোচ্চ সীমা ব্যাংক তার স্বীয় ঝুঁকি এবং গ্রাহকের ট্রানজেকশন প্রোফাইল বিবেচনায় নিজেই নির্ধারণ করবে;
গ) পিএসডি সার্কুলার নং ০৯ তারিখঃ ৩০ জুন, ২০২১ এর ক্রমিক নং ৫ (খ) এ উল্লিখিত এনপিএসবি-এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) সেবার দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা ও একক লেনদেনের সর্বোচ্চ সীমা অপরিবর্তিত রেখে, দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যার শর্তাবলী রহিত করা হলো;
ঘ) অনলাইন/ ইন্টারনেটে অর্থ স্থানান্তরে মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তদসূত্রে জারীকৃত নির্দেশনাবলীর যথাযথ পরিপালন ব্যাংকসমূহ নিশ্চিত করবে।
এছাড়া উক্ত সার্কুলারে বলা হয়েছে, এই নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর হবে।


