বাংলাদেশ ব্যাংক সার্কুলার

ব্যাংকের বৃহদাঙ্ক ঋণ সম্পর্কিত বিবরণী দাখিল

তফসিলি ব্যাংকগুলোর বৃহদাঙ্ক ঋণ সম্পর্কিত বিবরণী (Form L) দাখিল সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৩০ মার্চ, ২০২২) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (ডিওএস সার্কুলার নং-০১) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উক্ত সার্কুলারে শিরোনামোক্ত বিষয়ে ১২ মার্চ, ২০১৩ তারিখের ডিওএস সার্কুলার নং-০১ ও ৩ আগস্ট, ২০১৪ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং ২৩ এবং ১৬ জানুয়ারি, ২০১৪ তারিখের বিআরপিডি সার্কুলার নং-০২ ও ১৬ জানুয়ারি, ২০২২ তারিখের বিআরপিডি সার্কুলার নং-০১-এর প্রতি ব্যাংকগুলোকে দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, উল্লিখিত ডিওএস সার্কুলারদ্বয়ের নির্দেশনার আলোকে তফসিলি ব্যাংকসমূহ নির্ধারিত বিবরণী মোতাবেক বৃহদাঙ্ক ঋণ সংক্রান্ত তথ্য দাখিল করছে। ইত্যবসরে, এ সংক্রান্ত নীতিমালা পরিমার্জন করে উল্লিখিত বিআরপিডি সার্কুলার নং-০১/২০২২ জারি করা হয়েছে। পরিমার্জিত নীতিমালার আলোকে বৃহদাঙ্ক ঋণ বিবরণীতে (Form L) প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে।

এমতাবস্থায়, নতুনভাবে প্রণীত Form L মোতাবেক প্রতি মাসের বৃহদাঙ্ক ঋণের বিবরণীর সফটকপি ও হার্ডকপি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার এতদসংশ্লিষ্ট কার্যবিবরণী ও Internal Credit Risk Rating System গাইডলাইন্স-এ সংযুক্ত Detailed Management Report (Annexure-1)-এর হার্ডকপি সংশ্লিষ্ট মাস শেষে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এ বিভাগে দাখিল করার জন্য তফসিলি ব্যাংকসমূহকে নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এক্ষেত্রে শূন্য বিবরণী দাখিলের ক্ষেত্রে Form L-এর Loan Overview of the Bank, Sector-wise Loan and Large Loan Concentration ও Nonconforming Exposure সংক্রান্ত ছক পূরণ করে দাখিল করতে হবে।

এতদবিষয়ে ইতঃপূর্বে জারিকৃত সকল ডিওএস সার্কুলারের নির্দেশনা বাতিল করা হয়েছে। এই নির্দেশনা এপ্রিল ২০২২ ভিত্তিক ও পরবর্তী সময়ে বৃহদাঙ্ক ঋণ সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে কার্যকর হবে।

আরও দেখুন:
◾ পবিত্র রমজান মাসে ব্যাংক লেনদেনের সময়সূচী

উক্ত সার্কুলারে আরো বলা হয়েছে, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় বাংলাদেশ ব্যাংককে প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button