ম্যানেজমেন্টের নিকট ব্যাংকার পরিবারের পক্ষ থেকে নিবেদন

দেশের গত কয়েকদিনের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কিছুটা মানসিক চাপ অনুভব করছি। ব্যক্তিগতভাবে আমি ভীতু প্রকৃতির অথবা নেগেটিভ মানসিকতার মানুষ এই কথা সম্ভবত আমার পরম শত্রুও বলতে পারবে না!
কিন্তু দেশের এই দুর্দিনে ব্যাংকাররা অন্যদের মতো করে “Stay Home” হয়ে থাকার কোন সুযোগ পায় নি বরং রোস্টারিং করে প্রায় নিয়মিতভাবে অফিস করেছে। সাধারণ ছুটি চলাকালীন দেশে আক্রান্তের হার খুব বেশি ছিলো না বলে ব্যাংকাররা যাতায়াতের কষ্ট ছাড়া খুব বেশি ভয়ে ছিলো অথবা আতংকিত ছিলো বলে মনে হয় নি।
| ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
কিন্তু আমরা আগামী সপ্তাহ থেকে সম্পুর্ন ভিন্ন প্রেক্ষাপটে অফিস শুরু করতে যাচ্ছি, ব্যাংকের স্বার্থে আমরা সবাই পেশাদার মনোভাব পোষণ করবো এটা ম্যানেজমেন্ট প্রত্যাশা করবে এবং এটাই স্বাভাবিক। আমরা জানি প্রায় সকল ব্যাংকের সাথে দেশের স্বনামধন্য অনেক হাসপাতালের MOU রয়েছে।
যদিও স্বাভাবিক অবস্থায় সেখানে চিকিৎসার জন্য আমাদের মাঝে খুব কম সংখ্যক কর্মকর্তা-কর্মচারী গিয়েছেন বলেই মনে হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে গেলে যে পরিমাণ ভীড়/ হয়রানির মুখোমুখি হবো তারপর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার সুযোগ পাওয়াতো বহু দূরের আশা! ভাবতেই অজানা আশংকায়……………!
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রস্তাবনা হউক অথবা দাবী আমরা নিশ্চয়ই আমাদের ম্যানেজমেন্টের নিকট সু-চিকিৎসা পাওয়ার দাবী করতেই পারি। যদি সম্ভব হয় অথবা সুযোগ থাকে তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোন বিশেষ ব্যবস্থা করা যায় কিনা উহা ভেবে দেখার অনুরোধ রইলো।
এই ভাইরাস আমাদের একজন ব্যাংকারকে ছিনিয়ে নিয়েছে তাও বিনা চিকিৎসায় এই সংবাদ সহ্য করা অনেক অনেক কষ্টদায়ক হবে আমাদের জন্য (ইতিমধ্যে আমরা ৮ জন ব্যাংকারকে হারিয়েছি)।
এই বিপদের দিনে আমাদের ব্যাংক কর্তৃপক্ষ যেমন করে আমাদের পাশে দাঁড়িয়েছে বিনা বাক্যব্যয়ে আমরাও ব্যাংকের জন্য শত বাঁধা অথবা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবো আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে।
ব্যাংক ম্যানেজমেন্টের নিকট প্রার্থনা রইলো যাতে ব্যাংকারদের অন্তত চিকিৎসার জন্য কারো দ্বারে ঘুরতে না হয়। সকল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যেন এই বিশ্বাস আর ভরসায় নিজেকে কাজে সঁপে দিতে পারে। আল্লাহ না করুন যদি আমি অসুস্থ হয়েই যাই তবুও কোন চিন্তার কারণ নেই আমার চিকিৎসার ব্যবস্থা ইতিমধ্যে রেডি করে রেখেছে আমার ব্যাংকের সদাশয় ম্যানেজমেন্ট!
লেখকঃ মোহাম্মদ মহি উদ্দীন, শাখা ব্যবস্থাপক, পূবালী ব্যাংক লিমিটেড, লেমুয়া বাজার শাখা, ফেনী
| প্রিয় পাঠকঃ ব্যাংক, ব্যাংকার ও ব্যাংকিং বিষয়ক চলমান খবর বা সমসাময়িক বিষয়ে আপনার লেখা ও মতামত ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ প্রকাশ করতে আমাদেরকে ই-মেইল করুন- bankingnewsbd@gmail.com আমরা আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করব। |




