মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান – মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। এর আগে তিনি এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন সৈয়দ মিজানুর রহমান মেঘনা ব্যাংকে যোগ দেয়ার আগে এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, ব্যাংক আল-ফালাহ ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন। এ দীর্ঘ পথচলায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট ও করপোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
তিনি ১৯৯৩ সালে নোভার্টিসে তার কর্মজীবন শুরু করেন, যা পূর্বে Ciba-Geigy (Bangladesh) নামে পরিচিত ছিল এবং পরবর্তীতে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যোগদানের আগে ইয়ংওয়ান এবং বেক্সিমকোতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তিনি আমেরিকা, মালয়েশিয়া এবং ভারত সহ বিভিন্ন দেশে বেশ কয়েকটি পেশাদার এবং ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন।







