গল্প ও কবিতা

“তোমার জন্মদিনে” (ইসলামী ব্যান)

তোমার জন্ম হয়েছে যে
কেবল মানুষের তরে
তোমার সেবা পৌঁছে গেছে
সবার ঘরে ঘরে।

তোমার সেবায় সন্তুষ্ট
কোটিপতি যারা
গরীব মানুষও তোমায় ভাবে
আকাশের চাঁদ-তারা।

ছোট-বড়, ধনী-গরীব
তোমার কাছে সব সমান
ফকির-মিসকিন-ভিখারিরাও
তোমার কাছে মূল্যবান।

শিল্পপতির শিল্প আর
কৃষকের কৃষিকাজে
তোমার ছোঁয়ায় দেশটা যে মোর
রঙিন হয়ে সাজে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রবাসীর সেবায় তুমিই সেরা
আর তো নয় কেউ
অর্থনীতির চাঁকায় আসে
নতুন গতি-ঢেউ।

আমদানি আর রপ্তানিতে
তুমিই তো সেরা
মডেল হয়ে আছো তুমি
এইই দুনিয়াজোড়া।

ষোলো কোটি মানুষের তুমি
জুড়িয়েছ প্রাণ
তুমি হলে আল্লাহ তায়ালার
অন্যতম দান।

সাইত্রিশটি বসন্ত তুমি
করে এসেছো পাড়
দুর অনেক দুর যেতে হবে
যাবে তাই বারবার!

কেবল দেশে নয় দুনিয়াজুড়ে
ছড়িয়ে দাও সেবা
তোমার আলোয় বাতি জ্বালাক
যাদের বাতি নেভা।

কল্যাণমুখী ব্যাংকিং সেবায়
আসুক সবাই এগিয়ে
ঘুমন্ত সব মানুষগুলোকে
তোলো তুমি জাগিয়ে।

তোমার সাইত্রিশতম জন্মদিনে
মোদের অনেক আশা
তোমার তরে হৃদয়জুড়ে
গভীর ভালবাসা।

গোলাপ বেলী জুঁই চামেলি
শিউলি ফুলের মেলা
রজনীগন্ধার শুভেচ্ছা তোমায়
জানাই সকাল বেলা।

হৃদয় থেকে দোয়া করি
যাতে নেই কোনো খাদ
সুখীসমৃদ্ধ দেশটা গড়ো
এটাই স্বপ্ন-সাধ।

তোমার ছাঁয়ায় এসে সবার
ভরে মন ও প্রাণ
তুমি মোদের ভালবাসার
প্রিয় প্রতিষ্ঠান।

কার্টেসিঃ বেলাল হোসেন ফকির, কবি ও ব্যাংকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button