ওয়ার্ল্ড ব্যাংক জবব্যাংক জব সার্কুলার

সিনিয়র অপারেশন অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ব্যাংক

ওয়ার্ল্ড ব্যাংক (World Bank) বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন এবং জ্ঞানের অন্যতম উৎস। ১৮৯টি সদস্য দেশ নিয়ে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ টেকসই সমাধানের মাধ্যমে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি অনন্য বৈশ্বিক অংশীদারিত্ব হিসেবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ অফিসে “সিনিয়র অপারেশন অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখিত পদে নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্নদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ০২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নামঃ সিনিয়র অপারেশন অফিসার
✓ প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ব্যাংক।
✓ ডিপার্টমেন্ট: রিজিওনাল ইন্টিগ্রেশন ইন বাংলাদেশ অ্যান্ড বিবিইন।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
✓ প্রার্থীর ধরণ: নারী পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাঃ
✓ ডেভেলপমেন্ট স্টাডিজ/ পলিটিক্যাল সায়েন্স/ এনভায়নমেন্টাল সায়েন্স বিষয়ে মাস্টার্স/ পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
✓ দক্ষিণ এশিয়া বিষয়ক বিভিন্ন উন্নয়ন সংস্থায় কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলী:
✓ বাংলাদেশের জিও পলিটিক্স সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
✓ ক্লাইমেট চেঞ্জ ও এনভায়রনমেন্ট বিষয় সম্যক ধারণা থাকতে হবে।
✓ বিশ্লেষণ করা, সাংগঠনিক কার্যক্রম ও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করায় পারদর্শী হতে হবে।
✓ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
✓ যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ মাল্টি-কালচারাল বিষয়ে আগ্রহ থাকতে হবে।
✓ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ আলোচনা সাপেক্ষে।
✓ বিশ্বব্যাংক স্থানীয়ভাবে প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ অফার করে।

আবেদনের পদ্ধতিঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
✓ আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।
✓ অনলাইনে আবেদন করতে হবে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ০২ ডিসেম্বর, ২০২২।

সোর্সঃ ওয়ার্ল্ড ব্যাংক

About World Bank:
The World Bank Group is one of the largest sources of funding and knowledge for developing countries; a unique global partnership of five institutions dedicated to ending extreme poverty and promoting shared prosperity. With 189 member countries and more than 120 offices worldwide, we work with public and private sector partners, investing in groundbreaking projects and using data, research, and technology to develop solutions to the most urgent global challenges.

South Asia Region
The South Asia Region comprises eight countries (Afghanistan, Bangladesh, Bhutan, India, Maldives, Nepal, Pakistan and Sri Lanka) that range in size from India (with a population of over 1 billion) to Maldives (with 0.3 million people).

Over the past two decades, the South Asia Region (SAR) experienced a long period of robust economic growth, averaging six percent a year, leading to a declining poverty rate and improvements in human development! Extreme poverty fell from 58 percent to 15 percent from 1981 to 2014, while the primary school completion rate rose from 50 percent in 1980 to 90 percent in 2019.

Now, against a backdrop of Sri Lanka’s economic crisis, exacerbating debt woes, Pakistan’s catastrophic climate-change-fueled floods, a global slowdown, and impacts of the war in Ukraine, South Asia faces an unprecedented combination of shocks on top of the lingering scars of the COVID-19 pandemic. Growth in the region is dampening, underscoring the need for countries to build resilience! Long-term development gains in the region are increasingly threatened by the staggering social and economic impacts of climate-related hazards.

800 million (or 44%) people in South Asia today live in locations that would become moderate or severe climate hotspots by 2050 without climate action. Climate change could result in 62 million people in SAR being pushed below the extreme poverty line by 2030 and floods alone could cost an estimated USD 215 billion annually by 2030.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button