উরি ব্যাংক জবব্যাংক জব সার্কুলার

উরি ব্যাংকে ‘অফিসার/ সিনিয়র অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক যার সদর দপ্তর সিউলে অবস্থিত। ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক কমার্শিয়াল ব্যাংক অব কোরিয়া, হানিল ব্যাংক এবং পিস ব্যাংক একত্রিত হয়ে গঠন করে হানভিট ব্যাংক এবং ২০০২ পর্যন্ত তা এই নামেই পরিচিত ছিলো; ২০০২ সালে এটি বর্তমান নাম ‘উরি ব্যাংক’ ধারণ করে। এই ব্যাংকটি উরি ফিন্যান্সিয়াল গ্রুপ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।

উরি ব্যাংকই দক্ষিণ কোরিয়ার প্রথম ব্যাংক যারা নন-ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার ভিত্তিক অন-লাইন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের সুবিধার্থে শাখা ব্যাংকিং পরিচালনা করে থাকে। উরি ব্যাংক বাংলাদেশ (Woori Bank Bangladesh) এ ‘অফিসার/ সিনিয়র অফিসার, ইনফরমেশন সিকিউরিটি‘ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১০ অক্টোবর, ২০২১ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
◾ ব্যাংক জব ক্যারিয়ার টিপস
◾ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!

পদের নামঃ অফিসার/ সিনিয়র অফিসার, ইনফরমেশন সিকিউরিটি
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ ভাল একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
✓ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য শর্তাবলীঃ
✓ ইনফরমেশন সিকিউরিটি, আইসিটি অডিট, আইটি গভর্নেন্স বা অন্যান্য রিলেভেন্ট বিষয়ে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ ফায়ারওয়াল ইনস্টল, কনফিগার এবং রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ ইনফরমেশন সিকিউরিটি স্টান্ডার্ড, তথ্য গোপনীয়তা আইন, বাংলাদেশ ব্যাংক ইত্যাদির জ্ঞান থাকতে হবে।
✓ ব্যবসার ধারাবাহিকতা/ পুনরায় শুরু করার পরিকল্পনা, দুর্যোগ পুনরুদ্ধারের পরিকল্পনা এবং পরীক্ষা, ঝুঁকি বিশ্লেষণ এর জ্ঞান থাকতে হবে।
✓ নেটওয়ার্কিং ধারণা, প্রোটোকল এবং সেবার সাথে জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে।
✓ উইন্ডোজ, লিনাক্স সার্ভার, লগ নির্ণয় এবং প্রয়োজনে প্রশমন পরিকল্পনা প্রস্তুত করা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
✓ চমৎকার লিখিত এবং মৌখিক ব্যবসায়িক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ সিসকো সিসিএনএ, এমসিএসই, আরএইচসিই, সিইএইচ, সিসকো এএসএ ফায়ারওয়ালের জ্ঞান এবং শক্তিশালী রাউটিং এবং স্যুইচিং এর অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
✓ ISO-27001 এবং PCIDSS কমপ্লায়েন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাঃ
✓ আলোচনা সাপেক্ষে।
✓ দুটি (০২) উত্সব বোনাস।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে ছুটি ভাতা।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি।
✓ গ্রুপ জীবন বীমা সুবিধা।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
ক) বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
খ) আগ্রহী প্রার্থীদেরকে ১০ অক্টোবর, ২০২১ এর মধ্যে আবেদনের সাথে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি জমা দেয়ার জন্য বলা যাচ্ছে।
গ) আবেদনের সাথে প্রয়োজনীয় যে সকল তথ্য জমা দিতে হবে:
(১) বর্তমান ও পূর্ববর্তী পোস্টিং এর স্থানের নাম উল্লেখ করতে হবে
(২) কাজের বিবরণ
(৩) বর্তমান বেতন
(৪) প্রত্যাশিত বেতন
(৫) শিক্ষাগত তথ্য
(৬) বৈবাহিক অবস্থা
(৭) ৩১ আগস্ট, ২০২১ হিসেবে বয়স
(৮) পিতা-মাতার পেশা
(৯) অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম
(১০) ০২ জনের রেফারেন্স।
ঘ) আবেদন পাঠানোর ঠিকানাঃ হেড অব হিউম্যান রিসোর্স, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (১ম তলা), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা -১২১২ বাংলাদেশ।

আবেদনের শেষ তারিখঃ
✓ ১০ অক্টোবর, ২০২১।

আরও দেখুন:
 বেছে নিন ব্যাংকিং পেশা
 ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
 প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
 এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে

সোর্সঃ বিডি জবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button