সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র ক্রয়ের জন্য যা করতে হবে

সঞ্চয়পত্র একটি সঞ্চয় স্কীম বা ফিক্সড ডিপোজিট। জনসাধারনের ঝামেলামুক্ত অর্থ বিনিয়োগের পথ প্রশস্থ করার অন্য নাম সঞ্চয়পত্র। মেয়াদান্তে ও প্রকার ভেদে বার্ষিক মুনাফার হার ৯.৫০%- ১১.৫২%। জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীনে বর্তমানে পাঁচ ধরনের সঞ্চয়পত্র প্রচলিত আছে। এতে বাংলাদেশের নাগরিকেরা বিনিয়োগ করতে পারেন।

এই পাঁচ ধরনের সঞ্চয়পত্র হচ্ছে-
১. পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র,
২. পেনশনার সঞ্চয়পত্র,
৩. বাংলাদেশ সঞ্চয়পত্র,
৪. ডাকঘর সঞ্চয়পত্র এবং
৫. তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র (তিন বছর মেয়াদি)।

সঞ্চয়পত্র ক্রয় করতে যা যা লাগবে-
১) নতুন সঞ্চয়পত্র ফরম (১ লক্ষ টাকার উপরে হলে লাগবে); নতুন সঞ্চয়পত্র ফরম পেতে ক্লিক করুন এখানে
২) ক্রেতার ২ কপি সত্যায়িত ছবি;
৩) নমিনির ২ কপি ছবি (ক্রেতা কর্তৃক সত্যায়িত);
৪) ক্রেতার পরিচয়পত্রের কপি;
৫) নমিনির পরিচয়পত্রের কপি;
৬) ক্রেতার e-TIN সার্টিফিকেট;
৭) যে চেকের (MICR) মাধ্যমে বিনিয়োগের টাকা দিবেন সেটি ও তার ফটোকপি (Account payee cheque to… Executive Director, Bangladesh Bank, Motijheel, Dhaka);
৮) ব্যাংক হিসাব ম্যানডেট ফরম। ম্যানডেট ফরম পেতে ক্লিক করুন এখানে

  • পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলা এবং ৬৫ বছরের বেশি বয়সী পুরুষদের জন্য। পরিবার সঞ্চয়পত্রের ফরম পেতে ক্লিক করুন এখানে
  • পুরুষদের জন্য তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র বা পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র। ৫ বছর মেয়াদী এবং ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ফরম পেতে ক্লিক করুন এখানে
  • সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button