ব্যাংক হিসাবব্যাংকিং

স্থায়ী হিসাব কি? এই হিসাবের বৈশিষ্ট্যসমুহ কি কি?

যে হিসাবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় এবং এর মধ্যে নিমানুযায়ী অর্থ উত্তোলন করা যায় না তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাবকে মেয়াদি আমানত হিসাবও বলা হয়ে থাকে।
শেখর ও শেখর এর মতে, “Deposit accounts undertaking to repay the amounts on the expiry of a specified period, or subject to a notice.”
“অর্থাৎ আমানত হিসাব হলাে এমন হিসাব যেখানে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর বা যথাযথ নােটিশ প্রদানের পর জমাকৃত অর্থ ফেরৎ দেয়া হয়।

উপরােক্ত সংজ্ঞা অনুসারে জমার মেয়াদ নির্দিষ্ট না করে কতদিন মেয়াদের নােটিশে জমাকৃত অর্থ উত্তোলন করা যাবে এ মর্মেও স্থায়ী হিসাব খােলা যেতে পারে। সেক্ষেত্রে নােটিশের মেয়াদের উপর ভিত্তি করে সুদের হার নির্দিষ্ট করা হয়। একে বিশেষ মেয়াদি হিসাবও (STD AC) বলা হয়ে থাকে। সাধারণত স্থায়ী হিসাব অপেক্ষা এরূপ হিসাবে স্বাভাবিকভাবে সুদের হার কম হয়।

পরিশেষে বলা যায়, নির্দিষ্ট সময়ের জন্য যে হিসাব খােলা হয় এবং মেয়াদপূর্তির পূর্বে অর্থ উত্তোলন করা যায় না বা অর্থ উত্তোলন করলেও কাংখিত মুনাফা পাওয়া যায় না তাকে স্থায়ী হিসাব বলে।

স্থায়ী হিসাবের বৈশিষ্ট্যসমূহ
নিম্নে স্থায়ী হিসাবের (Fixed Account) বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো-

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

১. নির্দিষ্ট জমা (Deposit of fixed amount)
নির্দিষ্ট অংকের অর্থ জমা দিয়ে ব্যাংকে স্থায়ী হিসাব (Fixed Account) খােলা হয়।

২. নির্দিষ্ট সময় (Definite period)
নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হিসাব (Fixed Account) খােলা হয়। আবার মেয়াদ শেষে এটি পরবর্তী সময়কালের জন্য নবায়ন করা হয়।

৩. এফডিআর ইস্যু (Issuing FDR)
এই হিসাব খোলার পর এ হিসাবের মালিককে স্থায়ী জমা রশিদ (Fixed Deposit Receipt) ইস্যু করে দেয়া হয়।

৪. চেক বই (Cheque Book)
স্থায়ী হিসাবের (Fixed Account) আমানতকারীকে কোন চেক বই দেয়া হয় না।

৫. উত্তোলন (Withdrawal)
আমানতকারী মেয়াদ শেষে স্থায়ী হিসারের রিসিপ্ট (FDR) প্রত্যার্পন করে সুদসহ সমুদয় অর্থ একসাথে উত্তোলন করতে পারে।

৬. হস্তান্তরযােগ্যতা (Transferability)
স্থায়ী হিসাব (FDR) কোন হস্তান্তরযােগ্য দলিল নয়।

৭. সর্বাধিক সুদ বা মুনাফা উপার্জন (Earning maximum interest or profit)
আমানতকারীকে স্থায়ী হিসাবে (Fixed Account) জমাকৃত অর্থের উপর সর্বাধিক হারে সুদ প্রদান করা হয়।

৮. হিসাব খােলা (Operating account)
নির্ধারিত ফরম পূরণ ও নমুনা স্বাক্ষর প্রদান করে স্থায়ী হিসাব (Fixed Account) খােলা হয়।

৯. একবারে জমা (Deposit at one time)
স্থায়ী হিসাবে (Fixed Account) বারবার টাকা জমা দেওয়া যায় না। কেবলমাত্র এবারই অর্থ জমা দিতে হয়।

১০. বিনিয়ােগ সম্ভাবনা (Investment probability)
স্থায়ী হিসাবে (Fixed Account) জমাকৃত অর্থের বিনিয়ােগ সম্ভাবনা খুবই বেশি।

আরও দেখুন:
কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
সঞ্চয়ী হিসাব খোলার নিয়ম
শর্ট টার্ম ডিপোজিট (এসটিডি) একাউন্ট খোলার নিয়ম
মেয়াদী আমানত হিসাব খোলার নিয়ম
মাসিক সঞ্চয় প্রকল্প ডিপিএস হিসাব খোলার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button