আমরা ব্যাংকার তাই
ব্যাংকার বলতে বুঝায়, যিনি ব্যাংকিং কার্যাবলী পরিচালনা বা সম্পাদন করেন। সুতরাং বলা যায় যে, ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গকে বুঝানো হয়ে থাকে। আর এই ব্যাংকাররা তাদের সেবা সর্বোচ্চভাবে দিয়ে থাকে। কিন্তু ব্যাংকারদের বর্তমানে মূল্যায়ন অনেকটাই কমে গেছে।
আমরা ব্যাংকার তাই
অফিসে আসার সময় আছে
যাওয়ার সময় নাই।
আমরা ব্যাংকার তাই
ছ’টার পরও অফিস আছে, ওভার-টাইম আছে
ওভার-পে নাই।
আমরা ব্যাংকার তাই
শুক্র-শনি ছুটির দিনে পেন্ডিং কাজ-কমপ্লায়েন্স সারি
এরপরও তিন দিনে পাঁচ কোটি টাকার আমানত আনতে না পারায় বসের ঝাড়ি খাই।
আমরা ব্যাংকার তাই
বিল গেটস-ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে
পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন বোধহয় আমরাই লালন করে যাই
এক হাজার কোটি টাকার ব্যবসা পরের বছরেই তাই
তিন হাজার কোটি টাকা করতে চাই।
আমরা ব্যাংকার তাই
শতে নিরানব্বই জন কাস্টমার খুশি হলেও তাতে লাভ নাই
একজনের অভিযোগেই চাকরি যায় যায়!
আমরা ব্যাংকার তাই
ম্যানপাওয়ার নাই, নেটওয়ার্ক নাই
তবুও ত্বরিত-নির্ভুল গ্রাহকসেবা দিতেই হবে ভাই।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আমরা ব্যাংকার তাই
মেম্বার-চেয়ারম্যানের ইলেকশনে ভোটের দিনে
টাকা-পয়সার হিসাব যদিও নাই
তবুও কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণে আমাদের পাবেন ভোটার সবাই।
আমরা ব্যাংকার তাই
সুদের কারবারি বলে
ঘুষখোর-দুর্নীতিবাজরাও কখনো কখনো নাক সিটকায়।
আমরা ব্যাংকার তাই
প্রতি মাসেই টাকা ধার চেয়ে কারো না কারো ফোনকল পাই
বুঝে না কেও আমরা যে নিজের স্বল্প মাসিক বেতন ছাড়া
গ্রাহকের ব্যাংক হিসাবের কোটি টাকার এক টাকারও মালিক নই।
আমরা ব্যাংকার তাই
ক্ষিধা নিয়েও ভরপেটের তৃপ্তির হাসি ধরে রাখা চাই
বেতন-বোনাস-প্রমোশন নিয়ে আমরা বেজায় খুশি ভাই!
কার্টেসিঃ মোশারফ হোসেন, কবি ও ব্যাংকার।