কার্ড সার্ভিসক্রেডিট কার্ডডেবিট কার্ড

কার্ড স্কিমিং বা হ্যাকিং থেকে বাঁচার উপায়

বর্তমানে তথ্য প্রযুক্তির উৎকর্ষের মাধ্যমে জীবন যাত্রার মান অনেক সহজ ও সাবলীল হয়েছে সাথে সাথে বিভিন্ন হ্যাকার বা জালিয়াত চক্রের জালিয়াতিও বেড়ে গেছে। আপনার সঞ্চিত অর্থ নিরাপদ রাখুন। আর তাই ডেবিট- ক্রেডিট কার্ডের নিরাপত্তা এবং স্কিমিং বা হ্যাকিং থেকে বাঁচার উপায় জেনে নিন।

• EMV (ইএমভি) চিপ কার্ড ব্যবহার করুন এবং Magnetic stripe কার্ড পরিহার করুন।
• POS (পস) মেশিন ব্যবহার করার সময় নিজে সামনে থাকুন।
• ছোট বা অপরিচিত দোকানের POS (পস) মেশিন ব্যবহারে সতর্ক থাকুন।
• দোকানদারকে পিন, এক্সপাইরি ডেইট, কার্ড এর পেছনের শেষ তিন নম্বর নিখতে দিবেন না।
• পরিচিত বা অপরিচিত কিংবা ব্যাংকের বা কল সেন্টারের অফিসারকে পিন জানাবেন না।
• এটিএম (ATM) পিন লিখে রাখবেন না।
• তিন মাসে একবার এটিএম পিন পরিবর্তন করুণ।

• জন্ম সাল কিংবা দিন এটিএম পিন হিসেবে ব্যবহার করবেন না।
• এটিএম ব্যাবহারের সময় হাত দিয়ে ডেকে পিন চাপুন।
• খোলা জায়গার এটিএম ব্যবহারে সতর্ক থাকুন।
• এটিএম মেশিনে কার্ড আটকে গেলে দ্রুত হেল্প ডেস্ক বা কল সেন্টারে জানান।
• বিদেশ গেলে অবশ্যই ফিরে এসে কার্ড এবং এটিএম পিন পরিবর্তন করুণ।
• এসএমএস অ্যালাট ব্যবহার করুণ।
• সবসময় সতর্ক থাকুন এবং সমস্যা হলে দ্রুত হেল্প ডেস্ক বা কল সেন্টারে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button