আরও

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সরবরাহকৃত EFD বা SDC এর ব্যবহার

রাজস্বের প্রবৃদ্ধি টেকসই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে সকল পণ্য/ সেবার ক্রয়/ বিক্রয়ের ক্ষেত্রে কর চালান পত্র (মূসক-৬.৩) এর ব্যবহার নিশ্চিত করুন৷ এছাড়াও রাজস্ব আহরণে স্বচ্ছতা আনয়নে ECR/ POS এর পরিবর্তে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সরবরাহকৃত EFD/ SDC নির্বিঘ্নে ব্যবহার করুন।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

যে সকল ক্ষেত্রে EFD/ SDC ব্যবহার বাধ্যতামূলক
নিম্নবর্ণিত পণ্য/ সেবা সরবরাহের ক্ষেত্রে EFD (Electronic Fiscal Device) SDC (Sales Data Controller) ব্যবহার বাধ্যতামূলক-
আবাসিক হােটেল, কমিউনিটি সেন্টার;
রেস্তোরা ও ফাস্টফুড শপ, মিষ্টান্ন ভাণ্ডার;
ডেকোরেটরস ও ক্যাটারার্স;
মােটর গাড়ীর গ্যারেজ, ওয়ার্কসপ এবং ডকইয়ার্ড;
ছাপাখানা ও বাঁধাই সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা;
স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী;
আসবাবপত্রের বিক্রয় কেন্দ্র;
কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস;
হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কিউটি পার্লার;
কোচিং সেন্টার;
অন্যান্য বড় ও মাঝারী ব্যবসায়ী (পাইকারী ও খুচরা) প্রতিষ্ঠান;
সিনেমা হল, সিকিউরিটি সার্ভিস;
সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব;
তৈরী পােশাক বিপণন, যান্ত্রিক লড্রি;
ইলেকট্রনিক/ ইলেকট্রিক্যাল গৃহস্থালী সামগ্রীর বিক্রয়কেন্দ্র;
শপিং সেন্টার/ শপিংমল/ মার্কেট এর অন্তর্ভূক্ত সকল সেবা প্রদানকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠান;
জেনারেল স্টোর/ সুপারশপ, ডিপার্টমেন্টাল স্টোর;
বাের্ড বা কমিশনার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনাে পণ্য বা সেবা সরবরাহকারী।

সোর্সঃ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button