সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ধোলাইখাল শাখা, রাজশাহী শাখা এবং দৌলতপুর শাখার অধীনে যথাক্রমে মীর হাজিরবাগ, শাহ মখদুম মেডিকেল কলেজ ও ফুলবাড়ীগেট নামে তিনটি নতুন উপশাখা চালু করেছে।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) জাফর আলম, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী মো. রেজাউল করিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, উপশাখাগুলোর ইনচার্জরা উপস্থিত ছিলেন।